পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mukul Roy at 21 july Rally: ছেলের হাত ধরে তৃণমূলের একুশের সমাবেশে মুকুল - mamata banerjee and mukul roy

TMC 21 July Rally: শুক্রবার কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশস্থলে যান মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশু রায় ৷ শুভ্রাংশুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এদিন দেখা হয়েছে মুকুলের ৷

ETV Bharat
তৃণমূলের সমাবেশে মুকুল রায়

By

Published : Jul 21, 2023, 7:01 PM IST

তৃণমূলের সমাবেশে মুকুল রায়

কলকাতা, 21 জুলাই:কলকাতায় তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সমাবেশে হাজির মুকুল রায় ৷ শুক্রবার ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে ধর্মতলায় সভাস্থলে যান মুকুল ৷ তবে এদিন যখন সমাবেশ মঞ্চের কাছে পৌঁছন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, সভা তখন প্রায় শেষ পর্যায়ে ৷ মঞ্চে তখন বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এদিন শেষ পর্যন্ত মুকুল তৃণমূলের মঞ্চে উঠতে পেরেছেন কি না, তা স্পষ্ট নয় ৷ তবে মকুল পুত্রের দাবি, এদিন মমতা বন্দ্যোপাধ্যঠায়ের সঙ্গে দেখা হলেও বিশেষ কথা হয়নি তাঁদের মধ্যে ৷ সৌজন্য বিনিময় হয়েছে শুধু ৷

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভ্রাংশু রায় বলেন, "দিদির সঙ্গে দেখা হয়েছে মুকুল রায়ের। বিশেষ কোনও কথা হয়নি তাঁদের মধ্যে। শুধু সৌজন্য বিনিময় হয়েছে ।" তবে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর এদিন দেননি মুকুল রায় ৷ শুভ্রাংশু রায় সাংবাদিকদের জানান, তাঁর বাবা অসুস্থ, তাই তিনি উত্তর দেবেন না ৷

আরও পড়ুন: ‘বিদ্রোহ’ ভুলে একুশের মঞ্চের প্রথম সারিতে শুভাপ্রসন্ন

প্রসঙ্গত একদা তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে সক্রিয় ভূমিকায় দেখা যেত মুকুল রায়কে । 2019 লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেও তিনি কার্যত দলের 'সেকেন্ড ইন কমান্ড' ছিলেন ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বক্তব্যও রাখতেন । পরে তিনি বিজেপিতে যোগ দেন ৷ তবে 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন তিনি ৷ তবে বিধানসভার ফল ঘোষণার কয়েকদিন পর তিনি ফের তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু তিনি বিজেপি ঘুরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকে সেভাবে তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ তাঁর বিধায়ক পদ নিয়েও জটিলতা তৈরি হয় ৷ বিজেপি না তৃণমূল কোন দলে আছেন মুকুল, তা এখনও রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় ৷

আরও পড়ুন:তিহাড়ে অনুব্রত, একুশের মঞ্চে কেষ্টর সঙ্গে বীরভূমও ব্রাত্য মমতার বক্তব্যে

উল্লেখ্য, মাস কয়েক আগেই মুকুল রায় কয়েকদিনের জন্য দিল্লি চলে গিয়েছিলেন ৷ তখন তিনি দাবি করেছিলেন, তিনি এখনও বিজেপিতেই আছেন ৷ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর দেখা ও কথা হয়েছে ৷ কিন্তু এবার ফের তাঁকে দেখা গেল তৃণমূলের সমাবেশস্থলে ৷ উল্লেখ্য, মাস কয়েক আগেই মুকুল রায় কয়েকদিনের জন্য দিল্লি চলে গিয়েছিলেন ৷ তখন তিনি দাবি করেছিলেন, তিনি এখনও বিজেপিতেই আছেন ৷ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর দেখা ও কথা হয়েছে ৷ কিন্তু এবার ফের তাঁকে দেখা গেল তৃণমূলের সমাবেশস্থলে ৷

ABOUT THE AUTHOR

...view details