পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মুকুল - Calcutta High Court related news

লাভপুর হত্যা মামলায় নাম জড়িয়েছে BJP নেতা মুকুল রায়ের ৷ আজ আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷

Mukul Roy at Calcutta High Court for anticipatory bail in Labpur murder case
প্রতীকী ছবি

By

Published : Dec 9, 2019, 4:46 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP নেতা মুকুল রায় । বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে আবেদন দায়ের হয়েছে । আগামীকাল ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে ।

বীরভূমের লাভপুরে তিন CPI(M) কর্মীকে খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে বোলপুর আদালত । তাতে নাম রয়েছে বীরভূম জেলার এক সময়ের দাপুটে নেতা মণিরুল ইসলামের । পাশাপাশি হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই মামলায় নাম জড়িয়েছে BJP নেতা মুকুল রায়ের । রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে, এই দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় ।

দেখুন ভিডিয়ো

2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে সালিশিসভার নাম করে তিন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে মণিরুল ইসলামের বিরুদ্ধে ৷ সেসময় মণিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা । এরপর তিনি যোগ দেন তৃণমূলে । কুটুন শেখ, ধানু শেখ ও তারক শেখকে পিটিয়ে মারার অভিযোগে লাভপুর মামলায় পুলিশ 2014 সালে একটি চার্জশিট জমা দেয় ৷ সেই চার্জশিটে মোট 42 জনের নাম ছিল ৷ কিন্তু তখনকার FIR বা চার্জশিট কোনওটাতেই মুকুল রায়ের নাম ছিল না ৷ এরপর হাইকোর্টের নির্দেশে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয় । কারণ মৃত তিনজনের মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারের দাবিতে । এই মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে, তাতে নাম ছিল মণিরুল ইসলামের । এছাড়া হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে BJP নেতা মুকুল রায়ের নামও চার্জশিটে ছিল । এর বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুকুলবাবু । তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details