কলকাতা, 21 নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই রাজ্যে শুরু হতে চলেছে বাণিজ্যের মহাসম্মেলন । এখনও পর্যন্ত যা খবর, আজ দুপুরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি । সূত্রের মারফত জানা গিয়েছে, সম্মেলন শুরুর আগেই সরকারের ঘরে জমা পড়েছে 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ৷
এ দিনের সম্মেলনের মূল অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ নিঃসন্দেহে মুকেশ আম্বানি । আজ দুপুরেই তাঁর কলকাতা পৌঁছনোর কথা । তারপর তিনি সরাসরি যোগ দেবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে । সুত্র মারফত জানা গিয়েছে, আজ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তার তালিকায় হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানান্দানির নামও রয়েছে । তবে এখনও তাঁর আসার বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।
একইভাবে আদানি গ্রুপের তরফ থেকে এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা বলা হলেও কে আদানি গ্রুপের তরফ থেকে আজকে উপস্থিত থাকছেন, তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে । যদিও মূল অনুষ্ঠান শুরুর আগে এখনও কয়েক ঘণ্টা সময় রয়েছে, তাই মনে করা হচ্ছে গৌতম আদানি বা তাঁর পুত্র করণ আদানি না এলেও আদানি গ্রুপের তরফ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন ।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী, জিএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আরতি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা, অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ এক ঝাঁক শিল্পপতি ।