কলকাতা, 18 নভেম্বর:মাঝে আর মাত্র দু'টো দিন। তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বসতে চলেছে শিল্প ও বাণিজ্যের মহাযজ্ঞ। ইতিমধ্যেই এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখেই স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর নভেম্বরের 21 এবং 22, দু'দিনে এই শিল্প সম্মেলনে কী হয়, তা নিয়ে গোটা দেশের চোখ রয়েছে বাংলার দিকে।
যদিও সরকারিভাবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কী চমক হতে চলেছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানানো হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, এবারের বিশ্ববঙ্গ সম্মেলনেও একগুচ্ছ চমক অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য। সূত্রের খবর, এবার বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি থেকে শুরু করে হিরানন্দানী গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানী। এবার বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকতে পারে দুবাই-খ্যাত লুলু গ্রুপের প্রতিনিধিরাও। একইভাবে আসতে পারেন স্পেনের বিখ্যাত বস্ত্রবিপণী সংস্থা জরার তথা ইন্ডিটেক্স গ্রুপের প্রতিনিধিরাও।
যদিও এবার রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে, চলতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের গুরুত্ব দেওয়া হবে এমএসএমই-তে। শনিবার সে ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বাংলার শিল্পপতিরাই। এক্ষেত্রে রাজ্যের শিল্পপতিদের ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পপতিও।
এখনও পর্যন্ত নবান্নের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে অন্যান্য বছরের মতো গোটা দিন ধরে কর্মসূচি নয় বরং মূল শিল্প সম্মেলনের কর্মসূচি অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে এবার। প্রথম দিন অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের দিন শিল্প সম্মেলন শুরু হবে নিউ টাউনে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে বিকেল তিনটেয়। এক্ষেত্রে উদ্বোধনী পর্ব চলবে দুই ঘণ্টা। তারপর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা রয়েছে ইন্টারন্যাশনাল সেশন। দেশ-বিদেশের যে শিল্প সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন তারা এই সময়ে সরাসরি সরকারের সঙ্গে বৈঠক করবেন।