পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাম্প সরকার বা ব্রিটেনের স্বাস্থ্যসচিবকে চিঠি দিচ্ছেন না কেন ? NRI ডাক্তারদের কটাক্ষ মহুয়ার - corona

আজ টুইটে ফের NRI ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহয়া মৈত্র । বললেন, এখানে হিরো সাজা সহজ । মুখ্যমন্ত্রীকে এই চিঠি না লিখে অ্যামেকরিকা- ব্রিটেনের সরকারকে যেন এই চিঠি পাঠান তাঁরা ।

মহুয়া
মহুয়া

By

Published : Apr 25, 2020, 11:58 AM IST

Updated : Apr 25, 2020, 12:47 PM IST

কলকাতা, 25 এপ্রিল : মুখ্যমন্ত্রীকে NRI ডাক্তারদের চিঠি দেওয়া নিয়ে আবারও কটাক্ষ করলেন মহুয়া মৈত্র । আজ একটি টুইটে মহুয়া লেখেন, আপনারা এখন যেখানে রয়েছেন সেই অ্য়ামেরিকা বা ব্রিটেন এত উন্নত দেশ হয়েও কোরোনা মোকাবিলায় পিছিয়ে রয়েছে । এখানকার গরিব সরকার, পর্যাপ্ত PPE সরবরাহ করা হচ্ছে না আমাদের । আমাদের স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন । এই ধরনের চিঠি আপনারা ট্রাম্প সরকারকে বা ব্রিটেনের স্বাস্থ্যসচিবকে দিচ্ছেন না কেন ? এখানে হিরো সাজাটা অনেক সহজ । তাই নয় কী ?

22 এপ্রিল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান 14 জন NRI ডাক্তার । বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট ও তথ্য তুলে ধরে তাঁরা বলেন, "আমরা পশ্চিমবঙ্গেই জন্মেছি, বড় হয়েছি এবং শিক্ষাগ্রহণ করেছি । সুতরাং আমাদের পরিবারও পশ্চিমবঙ্গেই রয়েছে । কিন্তু বর্তমান কোরোনা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা সক্রিয় নয় । বিশেষ করে কোরোনা টেস্টিংয়ের ক্ষেত্রে এবং মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের ক্ষেত্রে ।" এনিয়ে রয়টার্সের একটি রিপোর্টও চিঠিতে তুলে ধরেন তাঁরা । চিঠিতে আরও লেখেন, এই মুহূর্তে রাজ্য সরকার মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে যা তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয় ।

এনিয়ে আগেই সরব হয়েছিলেন মহুয়া মৈত্র । নিজের টুইটারে অ্য়াকাউন্টে চিঠিটি পোস্ট করে তিনি বলেন, "14 জন চিকিৎসকদের মধ্যে 11 জনই অ্যামেরিকা, জার্মানি বা ব্রিটেনে রয়েছেন । আপনারা রাজ্যের কথা বলছেন কিন্তু নিজেরাই অন্যত্র জীবনধারন, কর প্রদান এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।"

এর পাশাপাশি ব্রিটেন ও অ্যামেরিকার তথ্য তুলে ধরে মহুয়া লেখেন, প্রতি দশ লাখে অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 2679 । মৃত্যু হয়েছে 152 জনের । ব্রিটেনে দশ লাখে কোরোনা আক্রান্ত 2034 জন । মৃত্যু হয়েছে 276 জনের । সেখানে ভারতে দশ লাখে আক্রান্ত মাত্র 17 জন । আমার পরামর্শ, কোরোনা মোকাবিলায় আপনারা আপনাদের দত্তক নেওয়া দেশগুলিতে মাঠে নেমে কাজ করুন ।

আজ মহুয়া মৈত্রর এই টুইট নিয়ে কটাক্ষ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি বলেন, "এই টুইটটি দেখার পর হতবাক তিনি । টুইটটি সম্পূর্ণ অযৌক্তিক । পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন NRI চিকিৎসকরা । যাতে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করা যায় ও রাজ্যকে যথাযথ সাহায্য করা যায় । "

দিন তিনেক ধরে চলা কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে গতকালই টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে 14 পাতা চিঠি প্রসঙ্গে তিনি বলেন, "এই প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে আলাপ-আলোচনা করা বা তাঁর দেওয়া অ্যাসাইনমেন্ট করার সময় আমাদের কাছে নেই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনারা এই ভদ্রলোককে দিল্লি নিয়ে যান ও লকডাউনে রাখুন ।"

Last Updated : Apr 25, 2020, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details