কলকাতা, 31 অক্টোবর:মরশুমি চিত্রগ্রাহকদের টিকিট বিক্রি করে কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির আয় ছাড়ালো লক্ষাধিক টাকা । দুর্গাপুজো মানেই কুমোরটুলি ৷ একের পর এক চোখ ধাঁধানো প্রতিমার জন্ম হয় এই কুমোরটুলির গলি থেকেই ৷ শিল্পীদের তুলির টানে উঠে আসে নানা চিন্তার প্রতিফলন ৷ আর সেই শিল্পীদের ক্যামেরাবন্দি করার উৎসাহও কিন্তু মোটেই কম নয় ৷ শুধু যে দেশের নানাপ্রান্ত আলোকচিত্রীরা ছুটে আসেন তা নয় আসেন বিদেশি চিত্রগ্রাহকরাও ৷ কুমোরটুলির রোজনামচা স্থান পায় নানান প্রদর্শনীতে ৷
কারও লেন্সে ধরা পড়ে কাঠামোর ওপর মাটির প্রলেপ লাগানো, কেউ বা লেন্সে বন্দি করেন প্রতিমার গায়ে রং লাগানোর দৃশ্য় ৷ একটা সময় এই সমস্ত চিত্রগ্রাহকদের জন্য শিল্পী কারিগরদের কাজের সময় নানান অসুবিধার মুখে পড়তে হতো । এরপর থেকে মৃৎ শিল্পী সমিতির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর আগে দু'মাস এই সমস্ত চিত্রগ্রাহকদের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে । টিকিটের বিনিময়ে তারা তুলতে পারবেন ছবি । 50 টাকা এবং 100 টাকার টিকিটের ব্যবস্থা করা হয় সেই কথা মাথায় রেখেই ।
চলতি বছরে সেপ্টেম্বর মাস পড়তেই পুজোর আমেজ তৈরি হয় শহর জুড়ে । আর কুমোরটুলিতেও আনাগোনা শুরু হয় আলোকচিত্রীদের । আসা যাওয়া শুরু করেন মডেলরাও ৷ 50 টাকার টিকিটে দুর্গা পুজো পর্যন্ত দেদার ছবি তোলার ব্যবস্থা থাকে । আর 100 টাকার টিকিট কাটল তার মেয়াদ আগামী সরস্বতী পুজো পর্যন্ত । নামমাত্র টাকা টিকিট হওয়াতে উৎসাহে মোটেই ভাটা পড়েনি । বরং বেশ কয়েক বছর ধরে এই উৎসাহী মরশুমি চিত্রগ্রাহকদের সংখ্যা বেড়েছে ।
আরও পড়ুন:জনসংযোগে জোর দিতে জেলায় জেলায় বিজয়া সন্মিলনী শাসক শিবিরের
এ বছর নজিরবিহীনভাবে বিক্রি হয়েছে টিকিট ৷ টিকিট থেকে মৃৎশিল্পী সমিতি প্রায় লক্ষাধিক টাকা আয় করেছে । কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির সম্পাদক সুজিত পাল বলেন, "সমিতির তরফে চিকিৎসকের ব্যবস্থা করা হয় । আধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় । এরকম নানা ধরনের কর্মকাণ্ড তারা নিয়মিত করে থাকে । আর তার জন্য প্রয়োজন হয় বিপুল অর্থের । এবারে যে লক্ষাধিক টাকা রোজগার হয়েছে সেই সব টাকাটাই এই কর্মকাণ্ডেই খরচ করা হবে । এতে উপকৃত হবেন মৃৎশিল্পীরা ।"