পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: আট বছর পর হাইকোর্ট থেকে জামিন এমপিএস কর্ণধার প্রথমনাথ মান্নার - MPS director Pramatha Nath Manna

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে জামিন পেলেন এমপিএস কর্ণধার প্রথমনাথ মান্না (MPS director Pramatha Nath Manna) ৷ চিটফান্ড মামলায় আট বছর পর জামিন পেলেন তিনি ৷ 2023 সালের 16 জানুয়ারির মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের ৷

ফাইল চিত্র
কলকাতা হাইকোর্ট

By

Published : Dec 21, 2022, 8:31 PM IST

আইনজীবী অরিন্দম দাসের বক্তব্য

কলকাতা 21 ডিসেম্বর: গ্রেফতারের আট বছর পর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে জামিন পেলেন এমপিএস চিটফান্ড সংস্থার কর্ণধার প্রমথনাথ মান্না (MPS director Pramatha Nath Manna) । বিচারপতি (Justice) আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে । এর আগে প্রমথনাথের জামিনের জন্য একাধিকবার আবেদন করা হয় ৷ সেই আবেদনগুলি খারিজ করে দেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ (Division Bench)।

এরপরে জেলে বসেই তিনি বিচারপতি জয়মাল্য বাগচীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এ নিয়ে গত বছর ডিসেম্বরে প্রমথনাথ মান্না চিঠি লেখেন প্রধান বিচারপতিকে। তারপরেই এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি বাগচি। এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) এই জামিনের আবেদন খারিজ করেছিল । দ্রুত ট্রায়াল শুরু করতে ধৃতকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল।

2016 এবং 2022 সালে এই মামলার চার্জশিট পেশ হয় । নিম্ন আদালতকে (HC) দ্রুত ট্রায়াল শেষ করতে নির্দেশ দেওয়া হয় । 2023 সালের 16 জানুয়ারির মধ্যে সিবিআইকে (CBI) তদন্ত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । নিম্ন আদালতও দ্রুত ট্রায়াল শেষ করবে । ট্রায়ালের পর তিনি জামিন পাবেন । যদি ট্রায়ালে অসহযোগিতা করেন তাহলে নিম্ন আদালত তাঁর জামিন খারিজ করতে পারবে ।

আরও পড়ুন:'মেডিক্যাল কলেজের বিক্ষোভে ক্ষতি হচ্ছে পরিষেবার', জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

এ ব্যাপারে আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, "এমপিএসের মালিকের জামিন মঞ্জুর করার একটাই কারণ, তা হচ্ছে গ্রেফতারের আট বছর হয়ে গেলেও এখনও সিবিআই তদন্ত শেষ করতে পারেনি । জানুয়ারি মাসের মধ্যে নিম্ন আদালতকে বিচার শেষ করতে বলা হয়েছে । " সম্প্রতি, চিটফান্ড মামলায় বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একে একে পইলান-সহ অন্যান্য চিটফান্ড স্ক্যামে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে ।

ABOUT THE AUTHOR

...view details