কলকাতা, 16 সেপ্টেম্বর: আবাসন প্রতারণা মামলায় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে নয়া তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিনেত্রী অভিযুক্ত সংস্থার থেকে নিয়মিত ভাতা পেতেন বলে অভিযোগ ৷ প্রত্যেক মাসে এই ভাতার টাকা চলে আসত সাংসদের কাছে ৷ ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলার তদন্তে নেমে এমনটাই দাবি করছেন ইডির আধিকারিকরা ৷ ইতিমধ্যে, গত মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে এই মামলায় সাড়ে 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
ইডির তদন্তকারীরা জানাচ্ছেন যে, তদন্তে নেমে নুসরতের এবং সংশ্লিষ্ট সংস্থার একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেন তাঁরা ৷ সেই নথিগুলি ভালোভাবে খতিয়ে দেখার পর আধিকারিকরা জানতে পারেন, সাংসদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চুক্তিতে এই ভাতার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ৷ তবে, মাস গেলে নুসরত জাহান ঠিক কত টাকা ভাতা হিসাবে পেতেন ? সেই বিষয়টি সামনে আনেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷
কিন্তু, কী কারণে নুসরত জাহান রুহি প্রতারণা মামলায় অভিযুক্ত সংস্থার থেকে নিয়মিত ভাতা পেতেন ? তা জানার জন্য নতুনভাবে তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই সূত্রে আবারও নুসরতকে ইডি দফতরে ডেকে পাঠানো হবে কিনা, সেই প্রশ্ন উঠছে ৷ তবে, অভিনেত্রী তথা সাংসদকে ফের ইডি তলব করবে কিনা, সেটা সময়ই বলবে ৷