পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pilu Bhattacharya : প্রয়াত পিলু ভট্টাচার্য, শোকের ছায়া বাংলার সঙ্গীত মহলে - পিলু ভট্টাচার্যের মৃত্যু

মারাদোনাকে গান শুনিয়েছেন তিনি ৷ ভারতীয় দলের জেতার জন্য গান লিখেছিলেন ৷ তাঁর রাধামাধব অ্যালবামের মধ্যে দিয়ে তিনি বিশেষ পরিচিতি পান ৷

পিলু ভট্টাচার্য
পিলু ভট্টাচার্য

By

Published : Aug 20, 2021, 1:12 PM IST

কলকাতা, 20 অগস্ট : মারা গেলেন সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য ৷ বেশ কিছুদিন ধরে তিনি বুকের ব্যথায় ভুগছিলেন ৷ হাসপাতালে ভর্তিও ছিলেন ৷ তাঁর মৃত্যুর খবর জানিয়ে পুত্র ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সঙ্গীতমহল-সহ পুরো টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে ৷ জোজো, রিংগো ও অন্য শিল্পীরা ইতিমধ্যে তাঁর স্মরণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে শুরু করেছেন ৷

পিলু ভট্টাচার্য শুধুমাত্র মিউজিশিয়ান ছিলেন না, পরে গান লিখতে শুরু করেন ৷ প্রথম জীবনটা কষ্টের মধ্যে দিয়ে কাটলেও পরে বাংলার সঙ্গীত জগতে নিজের জায়গা তৈরি করে নেন ৷ 2007-এ প্রকাশিত হয় তাঁর 'রাধামাধব' অ্যালবাম, যা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ৷ জলছবি, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

গান ছাড়া খেলাধুলোর প্রতিও তাঁর ভালবাসা ছিল ৷ 2019-এর বিশ্বকাপে ভারতীয় দলের জন্য 'ইন্ডিয়া জিতেগা' গানটি গেয়েছিলেন ৷ এমনকি ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে গান শুনিয়েছেন তিনি ৷ তাঁর জীবনাবসানে শোকের ছায়া বাংলার সমগ্র সাংস্কৃতিক মহলে ৷

2015 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি ৷ সে সময় রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details