পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পম ছাড়লেও আমি এখনও চালিয়ে যেতে চাই : মৌমা - মৌমা দাস

সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পৌলমী ঘটকের নিশব্দে ব্যাট তুলে রাখা অনেকেই মানতে পারছেন না । পৌলমীর পথে কি হাঁটবেন এবার মৌমা দাস ? প্রশ্ন শুনেই তাঁর উত্তর,"আমি এখনই খেলা ছাড়ছি না।"

Poulami Ghatak retirement
পৌলমী ঘটক

By

Published : Aug 25, 2020, 7:25 PM IST

কলকাতা, 25 অগাস্ট : সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পৌলমী ঘটক নিশব্দে টেবিল টেনিস দুনিয়া ছাড়লেও প্রিয়বন্ধু মৌমা দাস খেলা চালিয়ে যেতে চান । সাতমাস আগে কন্যা সন্তানের মা হয়েছেন । ঘরকন্যার কাজ সামলে দিন কাটছে । তাই বলে টেবিল টেনিস ব্যাট ছাড়ার কথা চিন্তা করেননি ।

"2019সালের মাঝামাঝি সময় থেকে ব্যাট ধরিনি । মাতৃত্বের জন্য ব্যাট ধরতে পারিনি । আপাতত সাতমাসের মেয়ের পরিচর্যা করে সময় চলে যাচ্ছে । তবে এর মধ্যেই বোর্ডে না নামলেও ফিটনেস ট্রেনিংয়ের প্রাথমিক ধাপগুলো শুরু করেছি ৷", বলছিলেন মৌমা দাস । পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা এবং পৌলমী ঘটক ব্যক্তিগত জীবনে অভিন্ন হৃদয় বন্ধু । একে অপরের বিরুদ্ধে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছেন । আবার তাঁরা দুজন ছিলেন ডাবলসের জুটি । সকাল বেলা পৌলমীর অবসর নেওয়ার খবর পেয়ে অবাক হন মৌমা ।

"পমের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় । পঁচিশ বছর আমরা একসঙ্গে খেলেছি । ডাবলসের পার্টনার আমার । তাই ছেড়ে দেওয়ায় খারাপ লাগছে," বলছিলেন কমনওয়েলথ গেমসের সোনা জয়ী প্যাডলার । প্রায় একই সঙ্গে যোগ ক‍রলেন "আসলে ওর চোটটা এই সিদ্ধান্ত নিতে বাধ্য করাল । তাছাড়া ছেলে ছোটো,অফিসের চাপ বেশি হওয়ায় ছেড়ে দিল ।"

পৌলমীর পথে কি হাটবেন এবার মৌমা? প্রশ্ন শুনেই তাঁর উত্তর,"আমি এখনই খেলা ছাড়ছি না । যতদিন পারব ততদিন খেলার চেষ্টা করব । আমার অফিস আমাকে কোনও চাপ দেয়নি । বরং বলেছে যতদিন পারবে ততদিন খেলতে । আমি খেলার চেষ্টা করব । বাকিটা দেখা যাক ।"

সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পৌলমী ঘটকের নিশব্দে ব্যাট তুলে রাখা অনেকেই মানতে পারছেন না । পৌলমী নিজে বলেছেন,"আমি তো আর ক্রিকেটার নই যে, সবাই খবর রাখবে ।" একই সুর মৌমার গলাতেও । তবে প্রিয়বন্ধুর খেলা ছাড়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন,"ওজন বেড়ে গিয়েছে । চোট না সারায় সেভাবে খেলতেও পারছিল না । তবে পম ফেরার চেষ্টা করেছিল ।" জুটি ভাঙার দুঃখ রয়েছে । তবে ভেঙে না পড়ে নতুনভাবে বোর্ডে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মৌমা দাস ।

ABOUT THE AUTHOR

...view details