পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবেদন খারিজ হাইকোর্টের, হচ্ছে না মতুয়া মেলা - ঠাকুরনগর বারুণী মেলা

শান্তনু ঠাকুরের গোষ্ঠীর আবেদেন খারিজ হাইকোর্টের ৷ কোরোনার জন্য এবার বন্ধ থাকবে মতুয়া মেলা ৷ করা যাবে না কোনওরকম পূজা ও স্নানও ৷

highcourt
হাইকোর্ট

By

Published : Mar 20, 2020, 1:55 PM IST

কলকাতা, 20 মার্চ: মতুয়া মেলা (ঠাকুরনগর বারুণি মেলা) বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের । করা যাবে না কোনওরকম পূজা ও স্নানও । পুলিশ প্রশাসনকে মেলা পুরোপুরিভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

কোরোনা সংক্রমণের আশঙ্কায় ঠাকুরনগর বারুণি মেলা এই বছরের জন্য বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ মামলাকারী ঠাকুরনগর সামাজিক নাগরিক সচেতন মঞ্চের পক্ষ থেকে এবং এলাকার সচেতন নাগরিক হিসেবে আইনজীবী লিটন মৈত্র জানিয়েছিলেন ,"মেলা করার অনুমতি চেয়ে ইতিমধ্যেই সারা ভারত মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে । সেই মামলাতে যুক্ত হওয়ার আর্জি জানিয়ে ছিলাম আমরা বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে। " বিচারপতি সেই আর্জি মঞ্জুর করেন এবং আজ বিষয়টির শুনানি হয় ।"

শুনুন লিটন মৈত্রের বক্তব্য

জেলা শাসকের কাছ থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আগেই এই মেলা করার অনুমতি পেয়েছিল ৷ মতুয়াদের এই সংগঠন মমতাবালা ঠাকুরের গোষ্ঠী বলে পরিচিত ৷ কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে আগেই জানিয়ে দেওয়া হয় কোরোনা সংক্রমণের জন্য এবছর মেলা হবে না ৷ কিন্তু এদিকে এই মেলা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় মতুয়াদের অপর গোষ্ঠী সারা ভারত মতুয়া সংঘ যা শান্তনু ঠাকুরের গোষ্ঠী বলে পরিচিতি ৷ আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ কিন্তু আদালতে সারা ভারত মতুয়া সংঘের তরফে কেউ হাজির ছিলেন না ৷ মেলার অনুমতি দেননি বিচারপতি ৷ এরপর ঠাকুরনগরের বেশ কিছু ভক্ত বিচারপতির কাছে এসে আর্জি জানান মেলা না করা হলেও যাতে ঠাকুরের পূজা ও 'কামনাসাগর' পুকুরে স্নানের সুযোগ দেওয়া হয় । কিন্তু বিচারপতি তাঁদের আর্জিও খারিজ করে দেন ।

ABOUT THE AUTHOR

...view details