কলকাতা, 20 অক্টোবর : লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী নিধন। খুন একদিনের সদ্যোজাত শিশুকন্যা। অভিযুক্তা শিশুকন্যার মা নিজেই। মা নিজেই চেয়েছিলেন প্রথম সন্তান হোক ছেলে, কিন্তু ইচ্ছেপূরণ হয়নি। তাই মাত্র একদিনের কন্যাসন্তানকে হাসপাতালের বেডেই বালিশ চাপা দিয়ে প্রাণ কাড়লেন তিনি ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার বুকে একবালপুরে । ঘটনায় স্তম্ভিত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাচক্রে আজই লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজোর দিনেই এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। লালবাজার সূত্রের খবর, গত 18 অক্টোবর কলকাতার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্তানসম্ভবা লাভলি সিং। পরদিন অর্থাৎ, মঙ্গলবার এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ ছিল মা এবং কন্যা দু'জনেই। কিন্তু বুধবার কেবিনে গিয়ে নার্স দেখেন সদ্যোজাত আর নড়াচড়া করছে না। সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। পরীক্ষা করে শ্বাসপ্রশ্বাসও পাওয়া যায়নি সদ্যোজাত শিশুকন্যার। জানা যায় শিশুকন্যাটি আর বেঁচে নেই ৷ শিশুকন্যার নিথর দেহের পাশেই শুয়েছিলেন মা লাভলি সিং।