সল্টলেক, 7 জুন: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে সল্টলেকের BE ব্লকের বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম পাপিয়া দে (79) ও তাঁর মেয়ে শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (54)।
সল্টলেকে উদ্ধার সুরজিৎ করপুরকায়স্থর প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ - বিধাননগর পুলিশ
সল্টলেকের B.E ব্লক থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার ৷ মৃতরা কলকাতা পুলিশের প্রাক্তন এক পদস্থের আত্মীয় বলে জানা গেছে ৷
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মা ও মেয়ে ৷ গত দু'দিন ধরে আত্মীয়রা তাঁদের ফোনে পাচ্ছিলেন না ৷ সেই কারণে গতরাতে তাঁরা পুলিশকে বিষয়টি জানান । বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ভিতর থেকে বন্ধ রয়েছে দরজা । দরজা ভেঙে মৃতদেহ দুটি উদ্ধার করে প্রথমে বিধাননগর হাসপাতালে পাঠায় পুলিশ । এরপর ময়নাতদন্তের জন্য দেহগুলি RG কর হাসপাতালে পাঠানো হয় । কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, মা ও মেয়ে ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, মৃত মা ও মেয়ে বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশির কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ।