কলকাতা, 10 অগাস্ট : তিনদিনের শিশুকন্যাকে গলা টিপে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ গত ফেব্রুয়ারি মাসের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবতিকে ৷ 21 বছরের ওই যুবতির নাম সনিয়া সেন ওরফে সনিয়া বারুই ৷ সে VIP নগরের জাগরণী কলোনির বাসিন্দা ৷
তিনদিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ, গ্রেপ্তার মা - তিন দিনের শিশু কন্যাকে গলা টিপে খুন, গ্রেপ্তার মা
তিনদিনের শিশুকন্যাকে গলা টিপে খুনের অভিযোগে গ্রেপ্তার মা ৷
স্বামী প্রভাস বারুইয়ের সঙ্গে নোনাডাঙার আদর্শনগরে থাকত সনিয়া ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি কন্যাসন্তানের জন্ম দেয় সে ৷ অভিযোগ, 5 ফেব্রুয়ারি তিনদিনের শিশুকে বাড়ির মধ্যে গলা টিপে খুন করে সনিয়া ৷ প্রাণহীন শিশুকে প্রথমে নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতালে । স্থানীয়দের বলা হয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুটির । স্বাভাবিকভাবেই ওই শিশুর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । 6 ফেব্রুয়ারি আনন্দপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয় । ময়নাতদন্তের রিপোর্ট আসে 24 জুলাই । সেই রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়, গলা টিপে খুন করা হয়েছে ওই শিশুকন্যাকে। এরপরই আনন্দপুর থানায় খুনের মামলা রুজু হয় । এই ঘটনায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । নোনাডাঙার আদর্শনগরের স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় । প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিল প্রভাস বারুই । কন্যাসন্তান হওয়ায় প্রভাস শিশুটিকে খুন করেছে বলে মনে করছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু সনিয়াকে জিজ্ঞাসাবাদ করতেই ভুল ভাঙে তাঁদের । জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে খুনের কথা কবুল করে সনিয়া ।
তার বক্তব্য, ছেলেকে বাঁচাতেই শিশুকন্যাকে খুন করেছে সে ৷ জিজ্ঞাসাবাদে সনিয়া জানিয়েছে, স্বামী প্রভাস বারুই পরিবারের দেখাশোনা করত না ৷ অন্য একটি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার ৷ ফলে দেড় বছরের ছেলেকে নিয়ে অথৈ জলে পড়ে সনিয়া ৷ বাপেরবাড়ি থেকে সাহায্য নিতে হচ্ছিল তাকে ৷ সনিয়া ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও স্বামীর থেকে কোনও সাহায্য পায়নি ৷ এই পরিস্থিতিতে কীভাবে দুই সন্তানকে মানুষ করবে তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওই মহিলার ৷ রাগ, হতাশা থেকেই শিশুকন্যাকে খুন করেছে বলে দাবি করেছে সে ৷