কলকাতা, 20 জুলাই: কলকাতার একটি হোটেল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মা ও মেয়ের । ঘটনায় মৃত্য়ু হয়েছে মায়ের । ঘটনাটি নিউমার্কেট থানা এলাকার কিড স্ট্রিটে । প্রথমে হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে পুলিশ । জানা গিয়েছে, ওই মহিলা এবং তাঁর মেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । তাঁদের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে । এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । ওই হাসপাতালেই এখনও চিকিৎসাধীন রয়েছেন মেয়ে । এখনও ওই মহিলা এবং তাঁর মেয়ের নাম পরিচয় জানা যায়নি ।
ঘটনায় বাড়ছে রহস্য, তদন্তে নিউমার্কেট থানার পুলিশ ৷ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা । হোটেলের চারপাশের সিসিটিভি ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ । পাশাপাশি হোটেলের রেজিস্টার খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পুলিশ সূত্রের খবর, নিউমার্কেট সংলগ্ন এই সকল ছোটখাটো হোটেলগুলিতে গ্রাহক টানার জন্য অনেক সময় সঠিক পরিচয়পত্র নেওয়া হয় না বা খতিয়ে দেখা হয়না । এছাড়া হোটেলে যে রেজিস্টার খাতা রয়েছে সেগুলিও সবসময় মেনে চলা হয় না । এক্ষেত্রে রেজিস্টার মানা হয়েছিল কি না এবং হোটেল সংলগ্ন সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে চলছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ।