হরিদেবপুর, 2 মে: ঘটনার সূত্রপাত সোমবার ভোরবেলায় । আগুন লাগে হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডের একটি ফ্ল্যাটে । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও চলে আসে । তারপরেই ঘুরে যায় আপাত নিরীহ এই ঘটনা । বেলা বাড়লে সটান থানায় গিয়ে হাজির হয় ওই বাড়ির নাবালিকা । পুলিশকে জানায়, মা ও মায়ের প্রেমিক তাকে মেরে ফেলতেই প্ল্যান কষে বাড়িতে আগুন লাগিয়েছিল । ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে হরিদেবপু থানার পুলিশ ।
ঠিক কী হয়েছে ?
ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন । খানিকক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে । তারপরেই বেলা এগারোটা নাগাদ ওই বাড়ির নাবালিকা মেয়ে হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে । নাবালিকার অভিযোগ, তার মা সোনালী চন্দের সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে । সেই সম্পর্কটা সে মেনে নেয়নি । ফলে বাড়ি থেকে তাকে সরানোর জন্য প্ল্যান করত মা ও তাঁর প্রেমিক ।