পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতে সিপিএম-এর প্রতীকে লড়ছে পাঁচশোর বেশি এসএফআই সদস্য - জ্যোতি বসু

পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম-এর প্রতীকে লড়াই করছেন শতাধিক এসএফআই সদস্য ৷ আজ সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023

By

Published : Jul 2, 2023, 10:41 PM IST

কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকায় অধিকাংশ ক্ষেত্রে যুবসমাজকে গুরুত্ব বামেদের ৷ এবারের ভোটে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে 500-র বেশি আসনে এসএফআই সদস্যদের প্রার্থী করা হয়েছে ৷ রবিবার সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে এ নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে ৷ যদিও, সংগঠনের রাজ্য সম্পাদক দাবি করেছেন, এটি তাদের ‘আবেদনপত্র’ ৷ যেখানে গ্রামাঞ্চলের এই সব এসএফআই সদস্য যাঁরা কাস্তে-হাতুড়ি সিম্বল পেয়েছেন, তাঁদের ভোট দেন সাধারণ মানুষ ৷

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “এসএফআইয়ের ছাত্ররা রাজ্য জুড়ে মানুষের কাছে যাওয়ার কাজ অব্যাহত রেখেছে ৷ এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 14 জন সদস্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে লড়াই করছে ৷’’ তিনি এদিন দাবি করেন, বর্তমান শাসকদলকে রাজ্যের যুবসমাজ চায় না ৷ আর তাই যুবসমাজের দাবিকে মাথায় রেখে বিগত বছরের তুলনায় এবার অনেক বেশি রাজ্য এসএফআই কর্মী পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-এর প্রতীকে লড়াই করছেন ৷ আর সেই সংখ্যাটা অন্তত পাঁচশোর উপরে বলে জানিয়েছেন সৃজন ৷

তাদের প্রকাশিত এই ক্রোড়পত্রে বলা হয়েছে, বামপন্থী ও সহযোগী দলের সদস্যরা জিতলে কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া হবে সেগুলি ৷ সৃজন ভট্টাচার্য বলেন, “আমাদের আবেদনপত্রে স্পষ্ট করে লেখা আছে, ওরা ওরা কী কী করেছে এবং আমরা কী কী করতে চাই ৷” উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আদর্শকে হাতিয়ার করার কথা জানিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব ৷

আরও পড়ুন:জ্যোতি বসুর আদর্শকে তুলে ধরে পঞ্চায়েতের প্রচারে সিপিআইএম

যেখানে বিমান বসু, মহম্মদ সেলিমরা জ্যোতি বসুর বিখ্যাত সেই স্লোগানটিকে তুলে ধরেছিলেন ৷ পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালুর করার সময় তিনি উল্লেখ করেছিলেন, ‘‘আমার সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’ তেমনি বাম শাসনকালে তাঁর এমন একাধিক চিন্তাভাবনাকে ফের একবার মানুষের সামনে তুলে ধরাই লক্ষ্য সিপিআইএম তথা বামফ্রন্টের ৷

ABOUT THE AUTHOR

...view details