পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raj Bhavan Peace Room: রাজভবনের শান্তি কক্ষে প্রাণ সংশয়ের অভিযোগ বিজেপি সাংসদের - Peace Room at Raj Bhavan

শনিবার জনসাধারণের অভিযোগ শুনতে রাজভবনে খোলা হয়েছে শান্তি কক্ষ ৷ তাতে সোমবার পর্যন্ত জমা পড়ল 300'র বেশি অভিযোগ ৷ সেখানে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তাও ৷

Peace Room at Raj Bhavan
রাজভবন শান্তি কক্ষ

By

Published : Jun 19, 2023, 2:07 PM IST

কলকাতা, 19 জুন: তিন দিনে 300'র বেশি অভিযোগ জমা পড়ল রাজভবনের শান্তি কক্ষে । সেই অভিযোগকারীদের মধ্যে রয়েছেন খোদ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তিনি প্রাণ সংশয়ে আছেন বলে রবিবার রাজভবনে অভিযোগ জানিয়েছেন । তবে, শুধু বিজেপি সংসদ বা নেতাকর্মীরা নন, শাসকদল তৃণমূল-সহ সিপিএম, কংগ্রেসের তরফেও একাধিক অভিযোগ জমা পড়েছে রাজভবনের শান্তি কক্ষে । প্রত্যেকটি অভিযোগের বর্ণনা দিয়ে এবং যথাযথ পদক্ষেপ যাতে নেওয়া হয়, তা রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে বলেই রাজভবন সূত্রের দাবি ।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে । সেই ভয়ংকর হিংসার বলি হয়েছে 6-7 জন সাধারণ মানুষ ।তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধী দলগুলি। এমনই আবহে অনেকেই রাজভবনের দ্বারস্থ হচ্ছেন অভিযোগ জানাতে । এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনও করছেন । এরকম পরিস্থিতির সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্যপালের নির্দেশেই রাজভবনে 'পিস রুম ' বা 'শান্তি কক্ষ' খোলা হয়েছে । সেখানেই এখন ঘনঘন টেলিফোন বাজছে । একের পর এক ইমেল আইডিতে মুহুর্মুহু অভিযোগ আসতে শুরু করেছে ।

আরও পড়ুন:ভোটের হিংসার জের, জনসাধারণের অভিযোগ শুনতে রাজভবনে খোলা হল 'শান্তি কক্ষ'

যদিও এই শান্তি কক্ষ খোলা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তৃণমূল । রাজ্যপালের আদৌ এই শান্তি কক্ষ খোলার এক্তিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন । ভোটের সময় বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন । তিন/চারটি বুথে বিরোধীদের পরিকল্পনার জেরে অশান্তি হয়েছে । আমাদের কর্মীদের মৃত্যুর ঘটনা ঘটে । বাকি গোটা রাজ্যের পরিস্থিত স্বাভাবিক রয়েছে । বিরোধীরা এযাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছে । রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন ।"

পালটা বিরোধীরা শাসকদলের সমালোচনা করছে । সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যপালের এক্তিয়ার আছে কি না সে বিষয়ে প্রশ্ন থাকবে । কিন্তু এই কন্ট্রোল রুম তো সরকার এবং নির্বাচন কমিশনার খোলার কথা । তা না করে কেন রাজভবনকেই খুলতে হল । রাজ্যপাল কেন এই অপদার্থ নির্বাচন কমিশনারকে নিয়োগ করলেন । কার নির্দেশে নিয়োগ করলেন । তারপরেই তো এই শান্তির কক্ষ খুলতে হল ।"

আরও পড়ুন:নয়া সংঘাত ! রাজ্যের কাছে চারবার চেয়েও কপ্টার পেলেন না রাজ্যপাল

উল্লেখ্য, রাজভবনের এই শান্তি কক্ষে ইমেল আইডির মাধ্যমে সমস্যা বা অভিযোগ জানানো যাবে । শান্তির কক্ষের ইমেল আইডি: OSD2w.b.governor@gmail.com । ইমেল না করেও সরাসরি ফোন কলের মাধ্যমে সমস্যা কথা বিস্তারিত জানাতে পারবে সাধারণ নাগরিক । হেল্প ডেস্কের নাম্বার: 033-22001641 ।

ABOUT THE AUTHOR

...view details