কলকাতা, 11 ফেব্রুয়ারি : রাজ্যে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 217 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 179 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 32 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 286 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 57 হাজার 494 জন ছাড়া পেয়েছেন ৷
গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 5 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 225 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 82 লাখ 9 হাজার 892 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 82 লাখ 31 হাজার 998 ৷