কলকাতা, 17 সেপ্টেম্বর:ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, এই ঘটনার পর তিনি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ডেটাবেস তৈরিরও উদ্যোগ নিয়েছিলেন । সেইমতো এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয় । গতকাল অর্থাৎ 16 তারিখ এবারের দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম পর্ব শেষ হয়েছে । রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, 12 লাখের বেশি পরিযায়ী শ্রমিক এবার দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন ।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে শনিবার পর্যন্ত বিভিন্ন পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে । এবার 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্ত পরিষেবা প্রদান করা হবে । শনিবার পর্যন্ত 88.84 লাখ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত জেলাগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে 98 হাজার 500টি । সব থেকে বেশি মুর্শিদাবাদের মানুষ (19.5 লাখ) দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । দক্ষিণ 24 পরগনায় 10.5 লাখ, উত্তর 24 পরগনায় 7.82 লাখ, নদিয়ায় 7.59 লাখ, পূর্ব মেদিনীপুরে 6.13 লাখ মানুষ এবার দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ।