কলকাতা, 17 জানুয়ারি : যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আগামীকাল থেকে আরও প্রবেশ ও বাহির পথ খুলে দিচ্ছে কলকাতা মেট্রো । এতদিন পর্যন্ত যে অল্প সংখ্যক কিছু গেট খোলা থাকছিল, তাতে যাত্রীদের বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছিল । সেই কথা মাথায় রেখেই বাড়তি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো । পাশাপাশি, বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবাও ।
সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট নম্বর 5 কাল থেকে যাত্রীদের প্রবেশের জন্য খোলা থাকবে । কালীঘাট স্টেশনের গেট নম্বর 4 ও 5 খোলা থাকবে স্টেশনের থেকে বেরোনোর জন্য এবং গেট নম্বর 10 খোলা থাকবে যাত্রীদের প্রবেশের জন্য ।
যাত্রীদের স্টেশন থেকে বেরোতে যাতে কোনও অসুবিধা না হয়, সে-জন্য রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের গেট নম্বর 8 আগামীকাল থেকে খোলা থাকবে । একইভাবে খোলা থাকবে পার্ক স্ট্রিট স্টেশনের গেট নম্বর 1 । যাত্রীরা এই গেটটি প্রবেশ জন্য ও বেরোনোর জন্য উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন । এতদিন পর্যন্ত পার্ক স্ট্রিট স্টেশনের এই গেটটি শুধুমাত্র বেরোনোর জন্য ব্যবহার করা যেত ।