কলকাতা, 19 জুন: সকাল থেকে আকাশের মুখ ভার । তবে মেঘাচ্ছন্ন আকাশে কাঙ্খিত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে । ক্যালেন্ডার বলছে সময়টা বর্ষাকাল । কিন্তু বাস্তবে গরমকাল । আষাঢ়ের প্রথম দু'দিন আকাশে মেঘ দেখা গেলেও কলকাতা-সহ বিভিন্ন এলাকায় দুই এক পশলা বৃষ্টিতেই তা শেষ হয়েছে ৷ যা ভ্যাপসা গরম বাড়িয়েছে । পশ্চিমের জেলাগুলোতে এখনও তাপপ্রবাহ চলছে । রবিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ৷ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 8.1 ডিগ্রি বেশি ।
সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে ছিল বাঁকুড়া ৷ যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস । গত বছর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল 18 জুন । এবার সেটাও পার হয়ে গেল ৷ আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামিকাল মঙ্গলবার বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রাজ্যজুড়ে । দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার থেকে । 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ।
তবে উত্তরবঙ্গে বর্ষা মারকাটারি ব্যাটিং করে চলেছে । আজ ও আগামিকাল অর্থাৎ সোম ও মঙ্গলবার 200 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে । উত্তরবঙ্গের উপরের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে । এছাড়া উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ।