কলকাতা, 18 জুন:বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও কবে তা পাকাপাকিভাবে হবে সেটাই বড় প্রশ্ন । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, "কলকাতাতে আজও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে আগামিকাল সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করায় আগামী 48 ঘণ্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় ভারী থেকে অভিভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া ও মেদিনীপুরে আগামী দু-তিন দিন তাপপ্রবাহ চলবে ।"
বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভবনা রয়েছে । যার জেরে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে । মালদার উপর থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । আজ রবিবার থেকে মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করবে । বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের ৷ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে । এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা ।