পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ষা বিদায়ের পালা শুরু রাজ্য থেকে

উত্তর-পূর্ব ভারত থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে। আগামী 48 ঘণ্টায় পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে । যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখনও মৌসুমি বায়ু রয়েছে তাই উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘণ্টায়। তবে রাজ্যের বাকি জেলাগুলোতে মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে ।

By

Published : Oct 14, 2019, 5:15 AM IST

বর্ষা বিদায়

কলকাতা, 14 অক্টোবর : দেশের পশ্চিম অংশের রাজ্যগুলো থেকে আগেই বিদায় নিয়েছে বর্ষা । আগামী 48 ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নেবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । লক্ষ্মী পুজোর দুপুরের কলকাতায় বৃষ্টি হয়েছে । আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও মৌসুমি বায়ু রয়েছে, তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । এর জেরে রাজ্যের উপকূল সংলগ্ল জেলাগুলোতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টা । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


উত্তর-পূর্ব ভারত থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে। আগামী 48 ঘণ্টায় পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে । যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখনও মৌসুমি বায়ু রয়েছে তাই উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘণ্টায়। তবে রাজ্যের বাকি জেলাগুলোতে মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে ।


কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক।

ABOUT THE AUTHOR

...view details