পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনই বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে - right now no possibility of rain in South Bengal

আগামী সপ্তাহের মাঝমাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে ৷ আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা বর্ষার বৃষ্টি নয়। শনিবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বিকালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
এখনই বর্ষা আসছে না দক্ষিবঙ্গে

By

Published : Jun 11, 2022, 7:24 AM IST

Updated : Jun 11, 2022, 7:31 AM IST

কলকাতা,11 জুন :উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও এখনই বর্ষা আসবে না দক্ষিণবঙ্গে ৷ বলা যেতে পারে দক্ষিণবঙ্গে বর্ষা আর একটু দেরি করেই আসবে ৷ কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত মিললেও, এখনই বর্ষা প্রবেশ ঘটবে না ৷ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভবনা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ৷ 15 জুনের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) ৷

এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগামী তিন-চার দিন বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ৷ তবে এই বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও সম্পর্ক নেই । স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হওয়ার কারণে এই ঝড়-বৃষ্টি । পশ্চিমের জেলা গুলোতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টি হতে পারে । 13 ও 14 তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে । তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব কম।”

জুনের মাঝামাঝি রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা

শুক্রবার সন্ধ্যায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। সঙ্গে সর্বোচ্চ 61 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে ৷ বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমেছিল ৷ শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ। তবে শনিবার আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন : West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টিতে কি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত ?

Last Updated : Jun 11, 2022, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details