পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: হালকা-মাঝারি বৃষ্টির লুকোচুরিতে বর্ষার ঘাটতি লম্বা হচ্ছেই - Monsoon deficiency continues to moderate rains

আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
হালকা মাঝারি বৃষ্টির লুকোচুরিতে বর্ষার ঘাটতি বাড়ছেই

By

Published : Jul 26, 2022, 7:10 AM IST

কলকাতা, 26 জুলাই: মেঘলা আকাশ সঙ্গে হঠাৎ করে মাঝারি বৃষ্টির তোড় । বিক্ষিপ্ত বৃষ্টির এই আচমকা ধারাস্নানে জেরবার জনজীবন । গত দু'দিনের আকাশের এই ছবি কি শ্রাব বৃষ্টির ভোলবদলের ইঙ্গিত (West Bengal Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা রয়েছে এবং দক্ষিণ-পশ্চিমের কিছু জলীয়বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে । এর ফলে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে । যদিও আগামিকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে । উত্তরবঙ্গে আগামী দু-তিন দিন বৃষ্টি বৃদ্ধি পাবে (Monsoon deficiency continues to moderate rains)। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বুধ এবং বৃহস্পতিবার একটু বেশি বৃষ্টি হবে । কয়েক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গে । আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । কলকাতার তাপমাত্রা বিগত কয়েকদিন কম ছিল । আগামিকাল থেকে আবার তাপমাত্রার পরিমাণ বাড়বে । আগামী 24 ঘণ্টা কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ থাকবে ৷ যদিও আজ বুধবার থেকে মেঘলা আকাশের পরিমাণ কমবে কলকাতায় ।

হালকা মাঝারি বৃষ্টির লুকোচুরিতে বর্ষার ঘাটতি বাড়ছেই

আরও পড়ুন :আর্থিক দিক থেকে আজ দিনটি কাদের জন্য খুব একটা ভালো নয় জানুন রাশিফলে

হাওয়া অফিসের এই পূর্বাভাসে স্পষ্ট মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিতে বর্ষার ভোলবদলের ইঙ্গিত নেই । ধারাস্নানের সাময়িক স্বস্তিতেই বর্ষাকালের সাময়িক স্বস্তি খুঁজতে হবে । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম । মঙ্গলবার দিন আকাশ থাকছে মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details