কলকাতা, 17 মে : ঘূর্ণিঝড় অশনির হাত ধরে বঙ্গে ধাক্কায় বঙ্গে এগিয়ে এল বর্ষা (Bengal Weather is Ready for Monsoon) । আবহবিদ শঙ্কর কর্মকার বলছেন, "এই সময় বর্ষা আন্দামান সাগরের উপর অবস্থান করছে । দক্ষিণ-পশ্চিম দিকে প্রচুর জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশের ফলেই বর্তমানে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে । এই মুহূর্তে যা পরিস্থিতি তা বর্ষা এগিয়ে আসার পক্ষে অনুকূল ।"
সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে । নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় । হাওয়া অফিস বলছে আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তরবঙ্গের নিচের দিকের তিনটি জেলা মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ৷
সর্তকতা হিসেবে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী এবং জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে । এছাড়া বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।