হনুমানের 'নবান্ন অভিযান' ! কলকাতা, 5 অক্টোবর: 'একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর !' বাংলায় চির পরিচিত প্রবাদটা হামেশাই লোকমুখে শোনা যায় । তবে সুগ্রীব নয়, রামভক্ত হনুমান হুলুস্থূল বাধাল নবান্নে ৷ কাজের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মস্থলে রীতিমতো লঙ্কাকাণ্ড বাধাল এই রামভক্ত ৷ তাকে সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নবান্নের নিরাপত্তারক্ষীদের ৷ এই ঘটনা নিয়ে কটাক্ষ করে বিজেপি আবার বলছে, আসলে বাংলায় রাম-রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে ।
বৃহস্পতিবার সকালে আচমকাই নবান্নের 13 তলায় ঢুকে পড়ে একটি ইয়াব্বড় হনুমান । আর তাকে ঘিরেই রীতিমতো লঙ্কাকাণ্ড বেধে যায় নবান্নে । যদিও যখন ঘটনাটি ঘটে, তখন নবান্নের ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে 13 তলায় এই লঙ্কাকাণ্ড ঘটছে, তার ঠিক উপরের তলেই বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বিদেশ সফর থেকে ফিরে পায়ে চোটের কারণে এখনও পর্যন্ত নবান্নমুখো হতে পারেননি তিনি ।
তবে এ দিন রামভক্ত যখন নবান্ন অভিযানে আসেন, তখন সেখানে ছিলেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক । হনুমানটি প্রথমে এসে বসেছিল সাত তলায় । সেখান থেকে দিব্যি লাফাতে লাফাতে সে পৌঁছে যায় 13 তলায় । এ দিন এই হনুমানটিকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয়েছে নবান্নের নিরাপত্তারক্ষীদের ।
আরও পড়ুন:'দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন', রাজ্যপালের মন্তব্যকে 'জমিদারি কালচার' বলছে তৃণমূল
নবান্নের বারান্দার রেলিংয়ে সে দিব্যি এদিক থেকে সেদিক দাপিয়ে বেড়ায় । আর তার পিছনে ছুটতে থাকেন নিরাপত্তারক্ষীরা । নবান্নে হনুমান ঢুকেছে খবর পেয়ে কাজ ছেড়ে অলিন্দে চলে আসেন সাধারণ কর্মীরাও । কেউ হনুমানটির ছবি তুলতে শুরু করেন । কারওকে আবার দেখা যায় হনুমানকে বিস্কুট দিতে । প্রায় 40 মিনিট ধরে চলে এ সব । এরপর বনদফতরের কর্মীদের খবর দেওয়া হয় । তবে শেষ পর্যন্ত বনদফতরকে এসে বিশেষ কোনও কাজ করতে হয়নি । 40 মিনিট ধরে নবান্নের সবাইকে 'তুর্কিনাচন' নাচিয়ে নিজ পথ ধরেন পবনপুত্র ।
হনুমানটির এই দাপাদাপিতে কারও আহত হওয়ার কোনও খবর নেই । তবে এমন বিষয়টি সচরাচর ঘটতে দেখা যায়নি । নিশ্চিদ্র নিরাপত্তায় ঘেরা নবান্ন ৷ সেখানে সাধারণ মানুষকে পৌঁছতে গেলে একাধিক নিরাপত্তা বলয় পেরিয়ে যেতে হয় ৷ অথচ সেখানেই নির্লিপ্তভাবে পৌঁছে গেল রামভক্ত হনুমান । আর তাকে নিয়ে ভয়, আতংক, হইচই, হাসি, মশকরা, ছবি তোলা কত কিছুই না ঘটল !
এ দিকে নবান্নের এই ঘটনাতেও একটা টুইস্ট দেখছে বিজেপি নেতাদের একাংশ । নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক বলেন, "দেখলেন তো রামের কী মহিমা ! বাংলার মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনলেই চটে যান । আগামী দিনে বাংলায় রাম-রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে । তারই বার্তা দিয়ে গেলেন রামভক্ত হনুমান ।"