কলকাতা, 15 এপ্রিল:বাঙালি যতই 'হ্যাপি নিউ ইয়ার' বলুক, তার আবেগ জড়িয়ে থাকে 'শুভ নববর্ষ'-এর সঙ্গে ৷ এখনকার বাঙালিকে হঠাৎ জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না, বাংলা ক্য়ালেন্ডার অনুসারে সেদিন কত তারিখ ! কারণ, বাঙালি এখন জানুয়ারি থেকে ডিসেম্বরের হিসাবেই অভ্যস্থ ৷ তারপরও বাংলা ক্য়ালেন্ডারের কিছু তারিখ বাঙালি কখনও ভোলে না ৷ বৈশাখের প্রথম দিনটি তার অন্যতম ৷ এই দিনটি বাঙালির কাছে শুধুমাত্র উৎসব বা প্রার্থনার নয়, এই দিন প্রকৃত অর্থেই বিশ্ব মানবতার সঙ্গে বাঙালির একাত্ম হওয়ার দিন ৷ আর সেই উপলক্ষেই শনিবার শহর কলকাতার রাজপথে আয়োজিত হল এক অনন্য শোভাযাত্রা ৷ যার নাম দেওয়া হয়েছে, মঙ্গল শোভাযাত্রা ৷
বাঙালি সংস্কৃতিপ্রেমী ৷ বাঙালি পড়তে, গাইতে, নাচতে ভালোবাসে ৷ ধর্মের বেড়াজাল বাঙালির নাপসন্দ ৷ কিন্তু, যুগের সঙ্গে অনেক কিছুই বদলে যাচ্ছে ৷ তাতে ভালো যেমন অনেক কিছু আছে, তেমনই আছে কিছু অনভিপ্রেত পরিবর্তন ৷ ধর্মকে শিখণ্ডী করে হানাহানির ফিকির খোঁজা তেমনই এক বদল ৷ আর এই অযাচিত বদলের চেষ্টার প্রতিবাদেই শনিবার পথে নামে বাঙালি ৷ আয়োজনে পশ্চিমবঙ্গের মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র ৷ এদিন কলকাতার গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান অসংখ্য মানুষ ৷