কলকাতা, 2 নভেম্বর: বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Sujan Slams Mamata) খেলা ও মেলা থেকে টাকা বাঁচিয়ে প্রকল্পে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন । সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এ দিন তিনি বলেন, "কার্নিভালে টাকা পাওয়া যায়, 100 দিনের প্রকল্পে পাওয়া যায় না কেন ? কোটি কোটি টাকা লুট করে এখন ঋণ করছে সরকার ৷"
চেন্নাই রওনা দেওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মোরবি বিপর্যয় নিয়ে একাধিক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীর রাজ্যর বিষয়ে তিনি কিছু বলবেন না বলেই জানিয়েছেন । সে প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "প্রধানমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাসুর । তাঁর সম্পর্কে বলবেন কী করে ! দিদি-ভাইপোকে তো বাঁচতে হবে । শুধু তাই নয়, শাসক হয়ে শাসকের বিরুদ্ধে মুখ খুলবেন কী করে । মালবাজার বিপর্যয় নিয়ে পালটা তোপ শুনতে হবে । কারণ, তিনিও তো কার্নিভাল শেষ করে মালবাজার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর মতোই ।"