কলকাতা, 7 সেপ্টেম্বর: বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের কলকাতার বাসভবনে হানা দেয় সিবিআই । যা নিয়ে এদিন সকাল থেকেই সংবাদ শিরোনামে চলে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak reaction after CBI raid )৷ সাধারণ মানুষ থেকে দল, সবার মনেই দোলাচল ছিল তবে কী এবার মলয় ঘটক ? সকাল থেকে বেলা 3টে পর্যন্ত তল্লাশি চালানোর শেষে মন্ত্রীর হাসিমুখে সাংবাদিক বৈঠকই অনেকটা স্বস্তি দিল দল ও আমজনতাকে ৷ সংবাদমাধ্যমের সামনে নিজে খতিয়ান দিলেন তাঁর ক'টা বাড়ি আছে, সিবিআই কোথায় কোথায় তল্লাশি করেছে এবং কী কী পেয়েছে এই সমস্ত বিষয় (Moloy Ghatak at a Press Conference) ৷
6টি বাড়ি ও টাকা উদ্ধার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, "আমি যেখানে বসে সাংবাদিক বৈঠক করছি সেটা আমার সরকারি কোয়ার্টার । আসানসোলে ভাই যেখানে থাকে সেটা 100 বছরের পুরনো পৈতৃক বাড়ি । কাকা, পিসি, দাদা ও ভাইরা সকলেই সেই বাড়ির অংশীদার । লেক গার্ডেন্সে ছেলের বাড়ি যেটা কেনা আছে সেটার 88 লক্ষ টাকা ব্যাঙ্ক লোন রয়েছে । এর মধ্যে আসানসোলের বাড়িতে কিছু বাজেয়াপ্ত হয়নি । এখানে এসবিআই অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখেছি গত এক বছরে রিটার্ন জমা দেব বলে । ওটাই তুলে রেখেছিলাম । সেটা নিয়ে গিয়েছে । আমার কাছে 14 হাজার নগদ গোনার পর বললেন এটা আমরা বাজেয়াপ্ত করছি না । আমার তিনটে ফোনই ওরা চেয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি । সেটগুলো নিয়ে গিয়ে সিমগুলো দিয়ে গিয়েছে ।"
আরও পড়ুন :মন্ত্রী মলয়ের কলকাতার আবাসনে সিবিআই, সকাল থেকে চলছে তল্লাশি