পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইয়ং এলিফ্যান্ট এফসি বধ করতে তৈরী চনমনে মোহনবাগান - মোহনবাগান বনাম ইংয় এলিফ্যান্ট

চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অল্পের জন্য খেতাব আসেনি গঙ্গা পাড়ের ক্লাবে ৷ দুই টুর্নামেন্টেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিভু ভিকুনার ছেলেদের ৷ কিবু ভিকুনা আই লিগের আগেই দলে সাফল্যের আলো আনতে চাইছেন ৷ তাই পদ্মাপারে যেকোনও মূল্যে ট্রফি জিততে চান তিনি ।

মোহনবাগান

By

Published : Oct 19, 2019, 10:31 PM IST

চট্টগ্রাম, 19 অক্টোবর : প্রথম ম্যাচ থেকেই দলের সুরটা বেঁধে দিতে চাইছেন বাগান কোচ কিবু ভিকুনা । রবিবার চট্টগ্রামে শেখ কামাল কাপে মোহনবাগানের প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি । সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার শুধু কলকাতা নয় দেশের বাইরে খেলতে এসেছেন কিবু ভিকুনা । আই লিগের আগে ভালো কিছু করার একটা বাড়তি তাগিদ রয়েছে পুরো বাগান শিবিরের ৷

চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অল্পের জন্য খেতাব আসেনি গঙ্গা পারের ক্লাবে ৷ দুই টুর্নামেন্টেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিবু ভিকুনার ছেলেদের ৷ কিবু ভিকুনা আই লিগের আগেই দলে সাফল্যের আলো আনতে চাইছেন ৷ তাই পদ্মাপারে যেকোনও মূল্যে ট্রফি জিততে চান তিনি ।

মোহনবাগান কোচের মতে তাঁর ছেলেরা শেখ কামাল কাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্যে মুখিয়ে রয়েছে। এই টুর্নামেন্টে তাঁর পাঁচটি দেশের ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন । যা কাজে লাগিয়ে আই লিগের আগে দল গুছিয়ে নেওয়াই কিবু ভিকুনার লক্ষ্য । এই টুর্নামেন্টে পাঁচ বিদেশি খেলাতে পারবে অংশগ্রহণকারী দলগুলো । এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ । কারণ সবুজ-মেরুন ডাগ আউটে বসার পর থেকে কিবু ভিকুনা একসঙ্গে পাঁচ বিদেশিকে খেলানোর সুযোগ পাননি ।

বাংলাদেশের শেখ কামাল কাপে দলের কম্বিনেশন দেখে নিতে পারবেন বাগান কোচ ৷ শনিবার প্রায় ঘণ্টাখানেকের অনুশীলনের শেষে মোহনবাগান কোচ জানান তাঁর ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি । প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি যথেষ্ট শক্তিশালী ৷ তাছাড়া যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন । তাই প্রথম ম্যাচের আগে বেশ সতর্ক বাগান শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details