পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Bus-Metro For ISL: আইএসএলে সমর্থকদের সুবিধার্থে বাড়তি বাস-মেট্রো চালানোর আবেদন মোহনবাগানের

শনিবার শুরু হচ্ছে আইএসএল ৷ রাত আটটায় ম্যাচ শুরু হবে। শেষ পৌনে দশটায়। সমর্থকদের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ মোহনবাগান সুপারজায়ান্ট ক্লাবের ৷ পরিবহণ মন্ত্রী ও মেট্রো কর্তৃপক্ষকে অতিরিক্ত বাস-মেট্রো চালানোর অনুরোধ ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:15 PM IST

Updated : Sep 22, 2023, 10:57 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: যুবভারতীতে মোহনবাগান ম্যাচ শেষে দর্শকদের ফেরার জন্য উল্টোডাঙ্গা-সল্টলেক, সায়েন্স সিটি-সল্টলেক, শিয়ালদহ-ধর্মতলা ও স্টেডিয়াম-ধর্মতলা রুটে বাস ও তিনটি অতিরিক্ত মেট্রো চালানোর জন্য পরিবহণমন্ত্রী এবং মেট্রো কর্তৃপক্ষকে অনুরোধ মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্টের।

শনিবার আইএসএল অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উন্নীত হওয়া রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। ইতিমধ্যে ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করেছে বাগান । এএফসি কাপে ওড়িশা এফসির মত শক্তিশালী দলকে চার গোলে উড়িয়ে দিয়েছেন হুগো বুমোস, পেত্রাতোসরা। ফলে আইএসএলের প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। টিকিটের চাহিদাও রয়েছে। এই পর্যন্ত সব ঠিক ছিল। সমস্যা সৃষ্টি করেছে আইএসএলে ম্যাচের কিক অফের সময় নিয়ে। রাত আটটায় ম্যাচ শুরু হবে। শেষ পৌনে দশটায়। ওই সময় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে সমর্থকদের বাড়ি ফেরার জন্য, যানবাহন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

আইএসএল এতদিন সাড়ে সাতটায় শুরু হত। সোয়া নটায় ম্যাচ শেষ হওয়ার পরে দৌড়ে নিউটাউন-শিয়ালদাগামী মেট্রো কিংবা ফেরার বাস ধরতে পারতেন সমর্থকরা। এবার উৎসবের মাসে খেলা। ফেরার গাড়ি পাওয়া যাবে কি না, তা নিয়ে সমর্থকরা আতান্তরে। ফলে অনেকেই মাঠমুখো না হয়ে টিভিতে খেলা দেখার কথা চিন্তা করছেন। এই অবস্থায় আগ্রহী সমর্থকদের মাঠমুখো করতে উদ্যোগী মোহনবাগান সুপারজায়ান্ট। শুক্রবার জুয়ান ফেরান্দো এবং লিস্টন কোলাসো সাংবাদিক সম্মেলন শুরু করার আগে মোহনবাগান সুপারজায়ান্টের পক্ষ থেকে দর্শকদের যাতায়াতের সমস্যা লাঘব করতে তাঁদের উদ্যোগের কথা জানান।

আরও পড়ুন: আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর

শনিবারের ম্যাচে এই আয়োজন সম্ভব না হলে পরের ম্যাচ থেকে তা করা হোক বলে দাবি করা হয়। এই মর্মে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে গঙ্গাপাড়ের ক্লাব । মোহনবাগান সুপারজায়ান্ট তাদের ম্যাচে বিশেষ ব্যবস্থা আয়োজনের জন্য সরব হল। এবার দেখার ইস্টবেঙ্গল কী পদক্ষেপ নেয়। সমর্থকদের প্রশ্ন, আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হলে ট্রেনের সময়সূচী বদলে যায়। রাস্তায় নামে অতিরিক্ত বাস। তা করা হয় প্রশাসনিক স্তরের বিশেষ উদ্যোগে। তাহলে ফুটবল ম্যাচের সময় কেন করা হবে না। যদিও রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বা মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও এই রকম কোনও ঘোষণা করা হয়নি ৷

Last Updated : Sep 22, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details