কলকাতা, 27 মে:উড়ো খবরে জেরবার মোহনবাগান সুপার জায়ান্টস । শনিবার সারাদিন ধরে ফোন ধরতে ধরতে ক্লান্ত মোহনবাগান ক্লাবের কর্তারা । একই অবস্থা লগ্নিকারী সংস্থার কর্তাদেরও । মিডিয়া অফিসারও জেরবার । তারা প্রত্যেকেই জানিয়েছেন, গত দু'দিন ধরে মোহনবাগানকে নিয়ে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন । এক কথায়, কোনও সারবত্তা নেই ।
ভারতে খেলতে আসতে চায় উরুগুয়ের ক্লাব, শনিবার এই মর্মে একটি টুইট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । টুইটটি ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে ঘিরে । যেখানে বলা হয়েছে, উরুগুয়ের অ্যালবিওন ফুটবল ক্লাব ভারতে এসে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে চায় । ফ্রান্সিসকলি সুয়ারেজ-কাভানিদের দেশের ক্লাবের এই ইচ্ছে প্রকাশে স্বাভাবিকভাবেই সবুজ সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন । কারণ, মোহনবাগানের মতোই ক্লাব অফ পায়োনিয়ার্সের সদস্য অ্যালবিওন ফুটবল ক্লাব ।
টুইটারে এই ব্যাপারে পোস্ট করেন অ্যালবিয়ান ক্লাবের সচিব জুয়ান আলভারেজ । তিনি টুইটে লিখেছেন,"আমরা ভারতের বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই । দারুণ হবে মেরিনার্সদের সঙ্গে পায়োনিয়ারদের লড়াই ।" এই পোস্টে তিনি ট্যাগ করেছেন মোহনবাগান ক্লাব ও এটিকে মোহনবাগানকেও । উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের লিগে খেলা এই দলটি বিশেষভাবে যুক্ত মোহনবাগানের সঙ্গে । বিশ্বের সবথেকে প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি-র তৈরি করা ক্লাব অফ পায়নিয়র্সের সদস্য এই দুই ক্লাবই । 1891 সালে তৈরি হয়েছে অ্যালবিওন এফসি ।