কলকাতা, 29 অক্টোবর: টিকিট বিভ্রাট নিয়ে সরগরম ময়দান । ইস্টবেঙ্গলের দাবি, তাদের পর্যাপ্ত টিকিট দেয়নি এটিকে মোহনবাগান । তাদের বাড়তি 17 হাজার টাকার টিকিট কিনতে হয়েছে । এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এটিকে মোহনবাগান ডিরেক্টর দেবাশিস দত্ত । তিনি জানিয়েছেন, "তাঁরা পাচ হাজার টিকিট পাঠিয়েছেন। টিকিট নিঃশেষিত ।" এদিকে ডার্বির টিকিট প্রত্যাখ্যান করল আইএফএ । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের ছাড়া আর কোনও টিকিট সুতারকিন স্ট্রিটে পাঠায়নি এটিকে মোহনবাগান । ফলে আইএফএ-র নথিভুক্ত ক্লাবগুলি টিকিট পায়নি । যা তারা ম্যাচের আগে পেতে অভ্যস্ত ছিল । আইএফএ পুরো বিষয়টিকে অপমান বলেই দেখছে । তারা সব টিকিট ফিরিয়ে দিয়েছে । এর পাশাপাশি রিমুভ এটিকে আন্দোলন (Remove ATK) স্বর তুলছে (Kolkata Derby Ticket sell missmanagement) ।
শেষ ছ'টি ডার্বি জিতেছে সবুজ-মেরুন দল । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে 'রিমুভ এটিকে' আন্দোলন যে জোরদার হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না । ডুরান্ড কাপের ডার্বির সময় গ্যালারিতে সমর্থকদের একাংশ তাঁকে ফুটবল মাফিয়া হিসেবেও তুলে ধরেছিল । টিফোতে উঠে এসেছিল সেই বার্তা । এবারের ডার্বিতে যাতে তা না হয়, তার জন্য কার্যত ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন দেবাশিস দত্ত ।
আরও পড়ুন: এই প্রথমবার সুপার সানডেতে ইস্ট মোহন, ভারত পাক
ডার্বির আগের দিন, শনিবার মোহনবাগানের ডিরেক্টর বলেন, "আমিও চাই এটিকে নাম উঠে যাক । নামটা এটিকে মোহনবাগান হলেও এটা আসলে মোহনবাগান । শেষ ছ'টা ডার্বি মোহনবাগান জিতেছে ।" যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ম্যাচের আগে কিছুই বলতে নারাজ দেবাশিস দত্ত । তিনি বলেন, "এই ব্যাপারে আমি এখন কিছু বলব না। ম্যাচের পরে কথা বলব ।"