কলকাতা, 1 জুলাই : মেহুলি ঘোষের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তার ঘন মেঘ । কোচ জয়দীপ কর্মকার জানিয়েছেন, আগামী মাসে জুনিয়র পর্যায়ে বিশ্বকাপ খেলতে নামছেন মেহুলি । তারপর তাঁরা সিনিয়র বিশ্বকাপ নিয়ে লক্ষ্য স্থির করবেন ।
সাম্প্রতিককালে ভারতের উঠতি শুটারদের মধ্যে সাফল্য রয়েছে বাংলার ক্রীড়াবিদের । স্বাভাবিকভাবে টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া তাঁদের কাছে পাখির চোখ। সে জন্য জুনিয়র বিশ্বকাপের পরে সিনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য নিজেকে উজার করে দিতে চান স্বয়ং মেহুলি। অলিম্পিকে ভারত থেকে মাত্র দু'জন প্রতিযোগী অংশ নিতে পারেন । কারণ অলিম্পিক সংস্থা ভারতের জন্য শুটিংয়ে দু'জনের কোটা দিয়েছে । যা বদল করার উপায় নেই । তবে, মেহুলি অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার । জয়দীপ বলছেন, "ফেব্রুয়ারি মাসে পুরো ছবিটা স্পষ্ট হবে । তাই ওই সময় মেহুলি যদি একজনকে পয়েন্টের বিচারে টপকে যেতে পারেন তাহলে টোকিওর বিমানে উঠবেন ।"