কলকাতা, 3 সেপ্টেম্বর : বাংলায় BJP-র সাংগঠনিক অবস্থা কী ? 2021 বিধানসভা নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত ? দলের সদস্যতা অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিল ? এভাবেই না কি গতকাল এক বৈঠকে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহন ভাগবত । সঙ্গে প্রশান্ত কিশোরের খোঁজও না কি নিয়েছেন ৷
গতকাল দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংঘ চালক মোহন ভাগবত ৷ তাঁদের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দেন বলে সূত্রের খবর ৷ কিন্তু, তাঁদের উত্তর না কি তাঁকে সন্তুষ্ট করতে পারেনি ৷ RSS সূত্রে খবর, দিলীপ ঘোষকে একটি বিষয়ে কড়া বার্তাও দিয়েছেন মোহন ভাগবত । তিনি না কি জানিয়ে দিয়েছেন, শুধু মমতা বা তৃণমূল বিরোধিতা করলে চলবে না, রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে জেলায় জেলায় বড় কর্মসূচিও নিতে হবে।