কলকাতা , 19 সেপ্টেম্বর : অমল আলোয় মহমেডান । 22 বছর আগে এক তরুণ ফুটবলারকে ভরসা জুগিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠতে সাহায্য করেছিলেন অমল দত্ত৷ সেই স্ট্রাইকার আজ মহামেডানের টেকনিকাল ডিরেক্টর । প্রশিক্ষকের চেয়ারে বসে কালো সাদা শিবিরের TD আজও প্রয়াত অমল দত্তর শিক্ষা মেনে সাফল্যের পথ খোঁজেন । মোহনবাগানকে 3-2 গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠে আসার দিনে দীপেন্দু বিশ্বাস জয় উৎসর্গ করলেন সেই অমল স্যারকে ৷
মোহনবাগানের বিরুদ্ধে প্রথম 11 মিনিটে দু'গোলে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা ৷ খেলার রাশ তুলে নিয়ে নিয়ন্ত্রক হয়ে উঠছিলেন তাঁরাই ৷ স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকরা প্রথমে বিশ্বাস করতে চাননি । কিন্তু, অবিশ্বাস্য পারফরমেন্সে মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মহামেডান । দীপেন্দু বিশ্বাসের ম্যাচের চব্বিশ ঘণ্টা আগের আভাস সত্যি হল যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে । তাই বলাই যায় স্প্যানিশ আর্মাডাকে সামলে জয় বাঙালিয়ানার । অন্য দলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেশি ৷ এদিকে মহামেডান দলের সিংহভাগ বাংলারই ছেলে । চিডি, মুদ্দে মুসা, ফিরোজ আলির নাছোড় মানসিকতা মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল । যা থেকে ফিরে আসার পথ পায়নি তারা ।