কলকাতা, 8 ডিসেম্বর: প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে (Gujarat Election Result 2022) বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে গেরুয়া শিবিরের (Salim Taunts BJP) তীব্র সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। তাঁর অভিযোগ, গুজরাতের নির্বাচনে বিভাজন ফর্মুলা ব্যবহার করেছে বিজেপি । যার প্রকাশ ঘটেছে পরেশ রাওয়ালের মন্তব্যে । তাই নির্বাচনী ফলাফল কী হল, তা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় । ভোটে জিতলেই সব পাপের কালিমা মুছে যায় না বলে দাবি তাঁর (BJP used Divisive formula in Gujarat)।
বৃহস্পতিবার মহম্মদ সেলিম বলেন, "ভোটের পূর্ণাঙ্গ ফলাফল এলেই বোঝা যাবে । ভোটে জিতলেই সব পাপের কালিমা মুছে যায় না । আসলে লোকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট খুঁজছে । ওরা পাকিস্তান, মুসলমান এ সব নিয়েই আছে । বিভাজনের রাজনীতি স্পষ্ট । পরেশ রাওয়ালের মন্তব্যে ভাগ করার রাজনীতি দানা বেঁধেছে গুজরাতে । এত কিছুর পরও সেখানে সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে দিয়েছে বিজেপি ।"