কলকাতা, 7 জানুয়ারি: ব্রিগেডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে দুর্নীতি নিয়ে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ রবিবার ডিওয়াইএফআইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর প্রশ্ন, "একটা কাকুর গলার আওয়াজ নিতে লেগে গেল 6 মাস ৷ তাহলে পিসির মুখ বন্ধ করতে কত সময় লাগবে ?" এ দিন বামেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে আত্মবিশ্বাসের সুরে সেলিম বলেন, "পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি, লোকসভায় ফাইনাল দেখাব ৷"
ব্রিগেডের সভা থেকে 'নতুন যৌবনের দূতের' জয়গান গেয়েছেন মহম্মদ সেলিম ৷ তাঁর কথায়, "হক চাইতে গেলে ধক লাগে ৷ আর ডিওয়াইএফআই সেটা করে দেখিয়েছে ৷" যদিও এখনও অনেকটা পথ হাঁটতে হবে বলে মনে করিয়ে দেন সেলিম ৷ এই ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে তা গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন তিনি ৷
দুর্নীতির অভিযোগে শাসকদলকে একহাত নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক এ দিন বলেন, "নীল-সাদা রং করে আমাদের ভুলিয়ে দিতে চেয়েছিল । এখন সেই রং ফিকে হয়ে হয়েছে । কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে । মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করে বামপন্থাকে আটকানো যায় না । যায়নি ।" সেলিমের তোপ, "ওরা বলেছিল, লাল হঠাও দেশ বাঁচাও ৷ লাল হঠেছে, দেশ বাঁচেনি ৷ তাই দেশকে মজবুত করতে হলে মজবুত করতে হবে লালকে ৷"