কলকাতা, 11 অগস্ট: কেষ্টর গ্রেফতারিতে তাঁরই প্রিয় গুড়-বাতাসা ও চপ-মুড়ি খাওয়ালেন সেলিম ৷ বৃহস্পতিবার প্রথম দফার সাংবাদিক বৈঠক শেষে উপস্থিত সকল সাংবাদিক ও ক্যামেরাম্যানদের সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজেই জানতে চান, "কী খাবেন ? নকুলদানা, গুড়, বাতাসা, চপ-মুড়ি ? ব্যবস্থা করছি (Salim on Anubrata Arrest in a Press Conference)।"
রাজ্য সম্পাদকের কথামতো, কিছুক্ষণ পরেই সাংবাদিকদের জন্য ঠোঙা ভর্তি মুড়ি ও দুই তিন পিস করে গুড় বাতাসা, এবং এক পিস করে আলুর চপ খেতে দেওয়া হয়। পরে আসে লাল চা। কেউ কেউ দুধ চাও পান করেছেন। একইসঙ্গে আলিমুদ্দিনের প্রেস রুমে বসে টিভি চ্যানেলে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে নজর রাখলেন সাংবাদিকরা।
তৃণমূলের সাংবাদিক সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্যরা কী বললেন তাঁর প্রত্যুত্তরে মহঃ সেলিমের বক্তব্য নিয়ে আলিমুদ্দিন ছাড়েন সাংবাদিকরা। প্রথম সাংবাদিক সম্মেলন শেষ হতেই জানা যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে অনুব্রত মণ্ডল গ্রেফতার ইস্যুতে। তাই সেলিম নিজেই জানান, তৃণমূলের কোনও বক্তব্য থাকলে অপেক্ষা করে যান। তবে, প্রথম দফার সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া আক্রমণ করেন মহঃ সেলিম।
আরও পড়ুন:মাছ কাটা দিয়ে জীবন শুরু অনুব্রতর এত সম্পত্তি কীভাবে ? কটাক্ষ বিমানের
এদিন তিনি বলেন, "একজন 'ডন' গ্রেফতার হয়েছে। মাফিয়া, চোর-ছ্যাচড়া, ডাকাতদের সঙ্গী করে লুট করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্যারালাল প্রশাসন তৈরি করে ডাকাতি চালিয়েছে। সমস্ত লুটের টাকা কালীঘাট এ পৌঁছেছে। কালীঘাট জড়িত। সিবিআই অনেক দেরি করেছে। আমরা দাবি করছি, 2009 থেকে বীরভূমের সমস্ত ঘটনার তদন্ত হোক। চুরি, লুট, খুন, সমস্ত কিছুর সঠিক তদন্ত হোক। ঘনিষ্ঠতা, হাতে হাত না-থাকলে এই অপারেশন চলে না। আমরা চাই, সমস্ত অপরাধ এক জায়গায় করে তদন্ত করা উচিত। রাজ্য সরকার সাহায্য না-করলে আমরা বাম পন্থীরা সমস্ত ঘটনার অপরাধের তথ্য কম্পাইল করে দেব।"
তিনি আরও বলেন, "2015 সাল থেকে সমস্ত সরকারি সংস্থাকে অকেজো করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আমলাদের ডেকে পাঠানো হয়েছে। এর আগেও রাজীব কুমারকে ডাকা হয়েছিল। চন্দ্রনাথ অধিকারীর নিরাপত্তার দাবি করছি। কর্মক্ষেত্রে তাঁর সম্মান বজায় রাখার দাবি করছি।" বিজেপিকে বিঁধে সেলিম আরও বলেন, "অনুব্রতর বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, তার সমস্তটাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। একইসঙ্গে বন্দর, ট্রলার দুর্নীতি, পরিবহণে নিয়াগ দুর্নীতি তো রয়েছেই। তারও তদন্ত চাই। মমতা, মুকুল, শুভেন্দু সকলেই এক।"
কেষ্টর গ্রেফতারিতে তাঁরই প্রিয় গুড়-বাতাসা, চপ-মুড়ি খাওয়ালেন সেলিম আরও পড়ুন:সঠিক তদন্ত হলে দিদির দরজায় গিয়ে শেষ হবে, অনুব্রত গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য অধীরের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইডি-সিবিআই রাজনৈতিকভাবে কাজ করলে চলবে না । স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে হবে। না-হলে তৃণমূল-বিজেপি থেকে যাতায়াত চলবেই। একমাস আমরা লক্ষ্য রাখছি। তারপর তথ্য নিয়ে আদালতে গিয়ে কড়া নাড়ব।" অনুব্রত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে পারেন প্রশ্ন করতেই সেলিম বলেন, "মুখ্যমন্ত্রী আত্মকেন্দ্রিক। নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না। ঘনিষ্ট মহলকেও বিশ্বাস করেন না। বিপদে পড়লে কাউকেই বিশ্বাস করেন না। সেই ধরনের মানুষ। সেলফ সেন্ট্রিক। বড় একা। কাউকেই বিশ্বাস করেন না। ফলে যা হওয়ার তাই হবে।"