পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Left Comments on Sagardighi Win: সাগরদিঘির মডেলেই পঞ্চায়েত নির্বাচনেও জোটে বাম-কংগ্রেস ? স্পষ্ট ইঙ্গিত সেলিম-সুজনদের - সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন 2023

সাগরদিঘি আসনের মডেলেই পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Elections) জোট করবে বাম-কংগ্রেস (Left-Congress Alliance)? সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন মহম্মদ সেলিম (Mohammed Salim) ও সুজন চক্রবর্তীরা (Left Comments on Sagardighi Win)৷

Mohammed Salim ETV Bharat
সেলিম সুজন

By

Published : Mar 2, 2023, 7:15 PM IST

Updated : Mar 2, 2023, 7:52 PM IST

সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম

কলকাতা, 2 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ে উচ্ছ্বসিত রাজ্যের বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । কুড়ি হাজারেরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন বাইরন । এই সাগরদিঘি মডেলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস জোট (Left-Congress Alliance) হতে পারে বলে ইঙ্গিত দিল আলিমুদ্দিন স্ট্রিট (Left Comments on Sagardighi Win)।

বৃহস্পতিবার মুজাফফর আহমেদ ভবনের সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) এবং পলিট্যুরোর সদস্য সুজন চক্রবর্তীর কথাতেই এই ইঙ্গিত স্পষ্ট হল । যদিও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) রাজ্যে বাম-কংগ্রেস জোট হবে কি না, তা তাঁরা সোজাসাপটা জানাননি ৷

এ দিন সেলিম ও সুজন বলেন, "খাল কেটে কুমির নিয়ে আসার মতো বিজেপিকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি খেলেছেন । মানুষ বুঝেছে জাত পাত ভাতে ভাগাভাগি করে ওরা লুট করেছে ।" রাজ্যে তৃণমূল-বিজেপি বিরোধী যে কোনও শক্তি, ব্যক্তি, প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে চুরি, দুর্নীতি এবং ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে তাঁরা লড়তে চান বলে জানালেন বাম নেতৃত্ব ৷

সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে সেলিম বলেন, বিজেপি-তৃণমূল বিরোধী ঐক্যকে মর্যাদা দিতে হলে সমস্ত দলকে, ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনকে এই ভাবনায় উদ্বুদ্ধ হতে হবে । শুধু নির্বাচনী ময়দানে নয়, মানুষের জীবন জীবিকার যে লুঠ হচ্ছে, আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে লড়তে হবে । তবেই চুরি জোচ্চুরি আটকানো যাবে ।

আরও পড়ুন:সাগরদিঘিতে বাইরনের জয়, পঞ্চায়েতের লড়াইয়ের জন্য কি সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল ?

বামফ্রন্ট-সিপিআইএম এই ঐক্যের ডাক দিয়েছে বলে জানালেন মহম্মদ সেলিম । তাঁর মতে, সাগরদিঘির ফলাফলে সেই ঐক্য সুদূরপ্রসারী হবে । তৃণমূলকে সমর্থনকারীরা ভুল বুঝতে পেরেছেন বলে দাবি করে সেলিম বলেন, মানুষ শুধু দেখছেন না, সিদ্ধান্ত নিচ্ছেন । তারই উদাহরণ সাগরদিঘির উপনির্বাচন ।

সাগরদিঘিতে বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে তৃণমূল ও বিজেপির লোকও ভোট দিয়েছে বলে কংগ্রেসের তরফের দাবি করা হচ্ছে । হেরে যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটকে অবৈধ বলে চিহ্নিত করেছেন ।

এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "এর মধ্যে নতুন কোনও শব্দ নেই । একটা শব্দ বলো যে নতুন বলেছেন । অথচ দরকার হলে বিজেপিকে নিয়ে সিপিআইএম-এর বিরুদ্ধে লড়ব কে বলেছিলেন ? গুজরাত দাঙ্গার পর কে মোদিকে ফুল পাঠিয়েছিলেন ? আরএসএস ন্যাচরাল অ্যালাই কে বলেছিলেন ? ধর্মীয় আবেগ ব্যবহার করা, কে করছেন । আরএসএস গোটা দেশে যে রাজনীতি করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে কিছু করেছেন ? আরএসএস প্রেসক্রিপশনের বাইরে কিছু করেন উনি ?"

Last Updated : Mar 2, 2023, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details