কলকাতা, 29 মে:মঙ্গলবার 9 বছর পূর্ণ হতে চলেছে মোদি সরকারের ৷ আর সেই ন'বছরের রিপোর্ট কার্ড তুলে ধরতেব এবার বিশেষ কমিটি গঠন করল রাজ্য বিজেপি ৷ দেশ জুড়ে একাধিক কর্মসূচিও নিয়েছে বিজেপি ৷ আগামিকাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, রাজ্যে সরকারে থেকে দীর্ঘ 12 বছর তৃণমূল কংগ্রেস কী কী কাজ করেছে তা নিয়ে যখন রাজ্যের সব জেলায় তৃণমূলের নবজোয়ার বা গ্রাম জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তারই পালটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরে টক্করে নামছে বিজেপি ৷
কেন্দ্রের বিরুদ্ধে বারবার মুখর হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কীভাবে রাজ্যকে বঞ্চনা করছে এবং রাজ্য সরকার প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও কীভাবে রেজ্য়ের মানুষের পাশে দাঁড়েচ্ছে, সেই বিষয় নিয়েই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ ঠিক একইভাবে এবার মোদি সরকারের 9 বছরের পারফরমেন্সের খতিয়ান দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামিকাল দেশজুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, আর তারপরই বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তাই দুই ফুল শিবির এখন নিজেদের রিপোর্ট মানুষের সামনে তুলে ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এবার মোদি সরকারের ঢাক পেটাতে দস্তুর মতো রাজ্যস্তরে রীতিমতো কমিটিও গঠন করা হয়েছে।
আরও পড়ুন: টুইটে মোদি'কে বিঁধলেন মমতা, পালটা মাঠে নামল বিজেপি নেতারাও
বিজেপি সূত্রে খবর, এই কমিটিতে মোট সাতজন রয়েছেন। এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো রাজ্যকে সাংগঠনিক ভিত্তিতে বেশ কয়েকটি জোন হিসাবেও ভাগ করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শুধু বঙ্গেই নয় দেশজুড়ে চলবে এই কর্মসূচি এবং প্রচার। মূলত তৃণমূল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ন'বছরের জয়গাথা। 2015 থেকে এখনও পর্যন্ত পদ্মশিবিরের সাফল্যের কথা প্রচার করা হবে দেশের সব রাজ্যে। এই বাংলায় শুধু নয়, প্রতিটি রাজ্যেই এই ধরনের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া সাত থেকে আটটি ক্লাস্টারও করা হয়েছে। এই ক্লাস্টারে বঙ্গ বিজেপির নেতা এবং কেন্দ্রীয় নেতারাও থাকবেন। বঙ্গে এই কমিটির আহ্বায়কের দ্বায়িত্বে রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এবং তাঁকে মূলত রাঢ়বঙ্গের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল কলকাতা সাংগঠনিক জোনের দ্বায়িত্বে রয়েছেন। বিজেপি নেতা সঞ্জয় সিংকে উত্তর বঙ্গের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তুষার কান্তি ঘোষ হাওড়া, হুগলি এবং মেদিনীপুর জোনের দ্বায়িত্বে রয়েছেন।