কলকাতা, 27 জনুয়ারি : দিদি আর মোদি এক নন । আপনাদের রাজনৈতিক স্লোগান বুমেরাং হবে । আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বামেদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, আপনাদের ভোট কেন BJP-তে গেল?
আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাসের জন্য বিশেষ অধিবেশন বসেছিল । অধিবেশন চলাকালীন কংগ্রেস এবং বামেরা বার বারই 'মোদি ভাই ও দিদি ভাই' বলে কটাক্ষ করতে থাকে । তৃণমূল- BJP গট-আপ গেম খেলছে বলে অভিযোগ তোলে । NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বক্তব্য রাখেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বিরোধীদের মন্তব্যে ক্ষুব্ধ হন মমতা । ঐক্যবদ্ধভাবে CAA বিরোধী প্রস্তাব পাস করানোর বদলে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করার বিষয়টিকে ভালোভাবে নেননি তিনি । বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো মেজাজ হারান । বলেন, "সকলকে মনে রাখতে হবে । আগুন লাগলে সবার ঘরে লাগে । বছরে একটা দিন এই লড়াইকে সমর্থন করার প্রয়োজন আছে । আমি CPI(M), কংগ্রেস ও BJP-র মতাদর্শ মানতে বাধ্য নই । আজ রাজনীতির নামে ওয়াকআউট করবেন কেন? এবিষয়ে দেশের মধ্যে সর্বপ্রথম আমরাই আলোচনা করেছি । ভারতে প্রথম এই বিধানসভায় আলোচনা হয়েছে । তারপর কেউ কেউ করেছে ।