পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সল্টলেকে চালু ন'তলা অত্য়াধুনিক পার্কিং লট - navadiganta

নবদিগন্তে রাস্তার দু'পাশে পার্কিং বন্ধ করতে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম । এর জন্য অত্য়াধুনিক পার্কিং লট চালু করলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । প্রায় সাড়ে ছ'শো গাড়ি থাকবে সেখানে।

parking lot inaugurated
পার্কিং লট উদ্বোধন করছেন ফিরহাদ

By

Published : Feb 21, 2021, 9:54 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : সল্টলেকের নবদিগন্তে চালু হল অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা। মূলত নবদিগন্তের রাস্তার দু'ধারে যত্রতত্র পার্কিং বন্ধ করতে এই নয়া পার্কিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য় সরকার। পাশাপাশি ফুটপাত দখল করে থাকা হকারদের সরিয়ে বহুতল পার্কিং লটের আন্ডারগ্রাউন্ডে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, পুরোপুরি হকারমুক্ত রাখা হবে নব-দিগন্ত ও বাংলার সিলিকনভ্যালিকে। গতকাল ওই ন'তলা পার্কিং লট উদ্বোধন করে তথ্য প্রযুক্তি হাবের পরিকাঠামো নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সেখানকার চেয়ারম্য়ান দেবাশিস সেন।

পৌরমন্ত্রী জানান, যেসব রাস্তা থেকে হকার সরানো হবে সেই সব রাস্তায় পুলিশ নজরদারি চালাবে যাতে ফের হকার না বসতে পারে। পাশপাশি কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, "আগামী দিনে বাংলায় যাতে আরও বিনিয়োগ বৃদ্ধি হয় এবং কর্মসংস্থান আরও বেশি করে তৈরি হয় সেই প্রচেষ্টা করছে রাজ্য সরকার।" দেবাশিস সেন জানান, "নতুন পার্কিং সেন্টারে প্রায় সাড়ে ছ'শো গাড়ি রাখা যাবে। আগামী দিনে আরও বহুতল পার্কিং তৈরি করার পরিকল্পনা রয়েছে ।"

আরও পড়ুন :রাজ্য়ের ডিম-ভাত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিজেপির, পালটা জবাব ফিরহাদের

সেই সঙ্গে গতকাল পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। দুই 24 পরগনা ও হাওড়ায় কেএমডিএ পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রকল্পও উদ্বোধন করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details