কলকাতা, 15 জুন : নিম্নচাপের জেরে আগামী তিনদিন রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে । সেইসঙ্গে রাজস্থান থেকে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত । এই নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে আগামী তিনদিন বৃষ্টিপাত চলবে । আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
মৌসম ভবন জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্য বাদ দিয়ে দেশের অধিকাংশ এলাকায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি । আগামী 24 ঘণ্টায় বিহারের অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে মৌসম ভবন । তার প্রভাব আমাদের রাজ্যেও পড়বে । সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।