পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা - Moderate to heavy rain in kolkata

কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 48 ঘণ্টা । ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আগামী 48 ঘণ্টায় কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

By

Published : Jul 6, 2019, 8:07 PM IST

কলকাতা, 6 জুলাই : ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু । ফলে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 48 ঘণ্টা । ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

এ ছাড়াও মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি । উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details