পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দূষণ প্রতিরোধে কলকাতায় এবার বসছে ভ্রাম্যমাণ শৌচাগার - কলকাতায় ভ্রাম্যমান শৌচাগার

প্রাথমিকভাবে 25 টি ভ্রাম্যমান শৌচাগার বসানো হচ্ছে কলকাতার বিভিন্ন ঘিঞ্জি এলাকাগুলিতে ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Jan 29, 2021, 7:16 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : কলকাতায় দূষণ প্রতিরোধ করতে কলকাতা পৌরনিগম ভ্রাম্যমান শৌচাগারের নয়া পরিকল্পনা নিয়েছে । প্রত্যেকদিন শহরের বাইরে থেকে বহু সংখ্যক মানুষ কলকাতায় আসেন কর্মসূত্রে । শহরের ঘিঞ্জি ও ব্যস্ততম এলাকাগুলিতে শৌচাগার না থাকার ফলেই যত্রতত্র মলমূত্র ত্যাগ ফলে শহরে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে । জায়গার অভাবে কলকাতার ব্যস্ততম ঘিঞ্জি বাজারগুলিতে শৌচাগার তৈরি করা সম্ভব নয় । তাই কলকাতা পৌরনিগম পরিকল্পনা করেছে শহরজুড়ে বসানো হবে মোবাইল টয়লেট । এই ভ্রাম্যমাণ শৌচাগার গুলি প্রত্যেকদিন ব্যস্ততম বাজার অফিস পাড়া এলাকায় বসানো হবে।

ফাইবারের তৈরি এই টয়লেটগুলির ওজনও বেশ কম

পৌরনিগমের পক্ষ থেকে প্রত্যেক দিন বিভিন্ন ব্যস্ততম ঘিঞ্জি এলাকাগুলিতে এই শৌচাগারগুলি বসানো হবে এবং দিনের শেষে সেগুলি নিয়ে আসবে । ফাইবারের তৈরি হওয়াতে এই মোবাইলটা টয়লেট গুলির ওজন অত্যন্ত কম । মোবাইল কলেজগুলির উপরে রয়েছে জলের ট্যাঙ্ক । শৌচাগারের ভেতরে রয়েছে আলো ও জলের কল । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার, জানিয়েছেন প্রাথমিকভাবে 25 টি ভ্রাম্যমাণ শৌচাগার তৈরি করা হয়েছে । যেগুলি শহরের বিভিন্ন প্রান্তে বসানো হবে । বড় বাজার , নিউমার্কেট ,খান্না হাট, হাতিবাগান মত ব্যস্ততম এলাকায় এগুলিকে বসানো হবে । এর ফলে যেমন সাধারন মানুষের সুবিধা হবে সেইসঙ্গে পরিবেশ দূষণ কমবে ।

আরও পড়ুন : অস্থায়ী কর্মীদেরও বিনামূল্যে কোরোনার টিকা দেবে কলকাতা পৌরনিগম

অত্যন্ত স্বল্পমূল্যে এই বায়ো-টয়লেটগুলি ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ । সম্পূর্ণ রাজ্য সরকারের অনুদান এই কলকাতা পৌরনিগম ভ্রাম্যমাণ টয়লেটগুলির ব্যবস্থা করেছে । আগামী দিনে প্রয়োজনে আরও এর সংখ্যা বাড়ানো হবে জানিয়েছেন স্বপন সমাদ্দার ।

শহরের ঘিঞ্জি এলাকাগুলিতে বসানো হবে এই শৌচাগারগুলি

ABOUT THE AUTHOR

...view details