পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার 1 - লকডাউনে মোবাইল ছিনতাই

150 নম্বর রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডের সামনে ফুটপাতে অস্থায়ী সবজির দোকান থেকে সবজি কিনছিলেন 32 বছরের প্রকাশ দত্ত । হঠাৎই মোবাইল ছিনতাই করে নিয়ে চম্পট দেয় ছিনতাইবাজ ।

Mobile snatcher arrested amid lockdown
লকডাউনে মোবাইল ছিনতাই

By

Published : May 13, 2020, 9:16 PM IST

কলকাতা, 13মে: লকডাউনের মাঝে খবর আসছিল পরপর মোবাইল ছিনতাইয়ের । ব্যবহার করা হচ্ছিল স্কুটি । মানুষের অসতর্কতার সুযোগ নিয়ে ঘটছিল ঘটনাগুলি । কিন্তু শেষরক্ষা হল না । ধরিয়ে দিল সেই স্কুটি ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, শেষ ঘটনাটি ঘটে গত 9 মে । 150 নম্বর রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডের সামনে ফুটপাতে অস্থায়ী সবজির দোকান থেকে সবজি কিনছিলেন 32 বছরের প্রকাশ দত্ত । তাঁর বাড়ি ওই এলাকাতেই ৷ হঠাৎই তাঁর মোবাইল ছিনতাই করে নিয়ে চম্পট দেয় ছিনতাইবাজ । কিছু বুঝে ওঠার আগেই কালো রঙের স্কুটি নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইবাজ । তবে স্কুটির নাম্বারটি দেখতে পেয়েছিলেন প্রকাশ । সেটি হল WB-08-G-9078৷ এরপর বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন প্রকাশ । অভিযোগের সূত্র ধরেই গ্রেপ্তার করা হল মহম্মদ সাজ্জাদকে । 30 বছরের সাজ্জাদের বাড়ি রাজা বাজার এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, তাকে পাকড়াও করা হয় CIT রোডে । ওই স্কুটির সূত্র ধরেই সাজ্জাদকে প্রথমে আটক করা হয় । পরে গ্রেপ্তার করা হয় । ধৃতের কাছে উদ্ধার হয়েছে প্রকাশের ফোনটি । সে আরও কয়েকটি অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ধৃতের স্কুটিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details