কলকাতা, 6 নভেম্বর: শীত পড়তেই কলকাতার পর্যটন ক্ষেত্রগুলিতে ভিড় বাড়তে শুরু করে ৷ শহরতলি ও জেলা থেকে বহু মানুষ পরিবারের সঙ্গে ঘুরতে আসেন কলকাতায় ৷ মূলত, আলিপুর চিড়িয়াখানায়, ভিক্টোরিয়া, জাদুঘরের মতো অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতে প্রচুর লোকের ভিড় হয় ৷ এবার সেই সব পর্যটকদের সময় বাঁচাতে ও হয়রানি এড়াতে নতুন উদ্যোগ নিল পর্যটন দফতর (West Bengal Tourism Department) ৷ খুব শীঘ্রই তারা চালু করতে চলেছে মোবাইল অ্যাপ (Mobile App of Tourism Department) ৷ অ্যান্ড্রয়েডে গুগল প্লে এবং অ্যাপেল স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে ৷ এই অ্যাপের মাধ্যমে একাধিক পর্যটন স্থলের টিকিট কাটা যাবে ৷ ফলে, সময় বাঁচিয়ে একসঙ্গে একাধিক জায়গা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা (Tourists Convenience) ৷
এর আগে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ডবল ডেকার বাস (Double Decker Bus) চালু করা হয়েছিল কলকাতা ভ্রমণের জন্য ৷ যাকে এক প্রকার প্যাকেজ বলা চলে ৷ এবার সেই তালিকায় মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেই রাজ্য পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘রাজ্যের পর্যটন বিভাগ একটি অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ যাতে পর্যটকরা কলকাতার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি দেখার জন্য অনলাইনে টিকিট বুক করতে পারবেন ৷’’ এই অ্যাপ চালু করতে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তারা কয়েকটি আইটি সংস্থার সঙ্গে কথাও বলেছেন ৷ যারা অ্যাপ্লিকেশনটি তৈরি করতে আগ্রহী বলে জানা গেছে ৷ মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করা থাকলে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না-করেই অনলাইনে টিকিট বুক করতে পারবেন পর্যটকরা ৷